মোহাম্মদ এরশাদঃ টসে হেরে ফিল্ডিংয়ে যায় আখতারুজ্জমান চৌঃ বাবু ক্রিকেট একাডেমি। শুরুতে তৌহিদেরর বলে পেভিলিওনে ফেরেন প্রতিপক্ষের ওপেনার। পাওয়ার প্লেতে ১৬রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ছন্নছারা হয়ে পড়ে পাঁচলাইশ ক্রিকেট একাডেমী। এরপর ১৭ ওভারে সব উইকেট হারিয়ে ৬২ রান তুলতে সক্ষম হয় পাঁচলাইশ ক্রিকেট একাডেমি।
পাঁচলাইশ এর হয়ে সর্বোচ্চ ১৪রান করেন জিসান।আর কেউ দু অংকের ঘরে পা রাখতে পারেনি।
আখতারুজ্জমান বাবু একাডেমির হয়ে জয় ৩টি,তৌহিদ ২টি,রাসেল ২টি করে উইকেট পান।
জবাবে ৬৩ রান তাড়া করতে নেমে প্রথম ওভারে উইকেট হারায় এ.সি.বি একাডেমি। এরপর জাহিদ ও জাকিরের মারকুটে ব্যাটিংয়ে তছনছ পাঁচলাইশ এর বোলার। এতে ১২ ওভার হাতে রেখে ৭ উইকেট বড় জয় পায় এ.সি.বি ক্রিকেট একাডেমি।
এ.সি.বির হয়ে জাহিদ ২৮ ও জাকির ২৪রান করে। উক্ত ম্যাচে সেরা খেলোওয়াড় নির্বাচিত হয়এ.সি.বি জাকির।
0 মন্তব্যসমূহ