বিএন ডেস্কঃ
দেশের সর্ব বৃহৎ পেশাজিবী সংগঠন "ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি)"এর বান্দরবান জেলা শাখার ২০১৯-২০২১ মেয়াদে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিবেন বাঁশখালীর কৃতি সন্তান মোহাম্মদ পারভেজ।আইডিইবি এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক স্বাক্ষরিত স্মারক নং-১১/সাং/২০১৮/১৯৪৭ তারিখ ১২/১১/২০১৮ স্মারক মূলে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। তিনি ২০১৭ সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর নন-ক্যাডার শাখা হতে সুপারিশ প্রাপ্ত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী(সিভিল)হিসেবে বান্দরবান জেলায় কর্মরত আছেন।এছাড়া তিনি "সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি" বান্দরবান জেলা নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ পারভেজ এর বাড়ি বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাম্বলী পাড়া গ্রামে।তিনি সাম্বলী বাড়ীর মরহুম ছাবের আহমেদ এর কনিষ্ঠ পুত্র।
উল্লেখ্য,ছনুয়ার কৃতি সন্তান জনাব মোহাম্মদ পারভেজ বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধিনস্থ "সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২০১৭ সাল থেকে দক্ষতা ও সফলতার সাথে চাকরি করছেন।তিনি বাংলাদেশ সরকারী কর্মকমিশন কর্তৃক ২০১৭ সালে "নন ক্যাডার" হিসেবে সুপারিশ প্রাপ্ত হন।এর আগে তিনি দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান "এস.ইসলাম গ্রুপ অব কোম্পানী"তে নির্বাহী প্রকৌশলী (উৎপাদন ও বিপনন) পদে বেশ দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।অসাধারণ প্রতিভার অধিকারী জনাব পারভেজ আহমদ ২০০৭ সালে ছনুয়া কাদেরীয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন।২০১১সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনষ্টিটিউট থেকে সিভিল টেননোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং পরবর্তীতে ইনষ্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.এস.সি ডিগ্রি সম্পন্ন করেন।
পারভেজ আহমদ এ প্রতিবেদকের সাথে আলাপকালে তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন,"আমার মা-বাবার দোয়ায় আমি এ কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছি।আমি ছনুয়ার মাটি ও মানুষের কাছে কৃতজ্ঞ।আমি যাতে দেশের সেবায় আজীবন অবদান রাখতে পারি;সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন।"
এম.আর ফায়সাল নামে তার এক বন্ধু এ প্রতিবেদককে বলেন,"যোগ্য পদের জন্য যোগ্য পদবীর মানুষের প্রয়োজন।নম্রতা-ভদ্রতা,বিচক্ষণ,তীক্ষ্মজ্ঞান,মেধার বিকাশ,সহনশীলতা সহ আরো বহুজাতিক গুণ বিদ্যমান মানুষের মধ্যে।সবগুলো গুণ সবার মাঝে সমানভাবে থাকেনা।তবে যোগ্যতার স্বাক্ষর তারাই রাখে-যাদের মধ্যে এসব গুণের বেশির ভাগই প্রতিয়মান হয়।প্রিয় বন্ধু পারভেজ আইডিইবি'র বান্দরবান জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক পদে যোগ্যতার পদবীতে স্বাক্ষর রাখায় অভিনন্দন জানাচ্ছি।"
এদিকে বাঁশখালী ছনুয়া ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ পারভেজ "ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)'র বান্দরবান জেলা কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদকের কৃতিত্ব অর্জন করায় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ