মোহাম্মদ এরশাদঃ
রাত ১০ঃ ৩০ মিনিটের দিকে আনোয়ারা বড়উঠান এলাকায় বাঁশখালীগামী বাস দুর্ঘটনা ঘটে,
পটিয়া আনোয়ারা বাঁশখালী (পিএবি) সড়কের বড়উঠান এলাকায় মঙ্গলবার রাতে যাত্রীবাহি একটি বাস চলন্ত অবস্থায় স্টাডিং নট ছুটে মূহূতে উল্টে যায় এতে অন্তত ২০/২৫ জন আহত হয়েছে বলে জানায় সোহেল নামে একযাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়,
বাঁশখালীগামী বাসটিকে বড়উঠান দেওয়ারদীঘি মাদ্রাসা এলাকায় যাত্রীবাহি একটি বাসটি চলন্ত অবস্থায় স্টাডিং নট ছুটে মূহূতে উল্টে যায়। এতে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে দুর্ঘটনায় বাসযাত্রী মো শাহজাহান, মোহাম্মদ নাছির, সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, আবু বকর, মোহাম্মদ আলম, ইলিয়াছ হোসেন, মোহাম্মদ আলীসহ অন্তত ২৫ জন আহত হন। আহত সবার বাড়ি বাঁশখালী উপজেলায়।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত ১০/১২ জনকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকী আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান।
রাত ১০ঃ ৩০ মিনিটের দিকে আনোয়ারা বড়উঠান এলাকায় বাঁশখালীগামী বাস দুর্ঘটনা ঘটে,
পটিয়া আনোয়ারা বাঁশখালী (পিএবি) সড়কের বড়উঠান এলাকায় মঙ্গলবার রাতে যাত্রীবাহি একটি বাস চলন্ত অবস্থায় স্টাডিং নট ছুটে মূহূতে উল্টে যায় এতে অন্তত ২০/২৫ জন আহত হয়েছে বলে জানায় সোহেল নামে একযাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়,
বাঁশখালীগামী বাসটিকে বড়উঠান দেওয়ারদীঘি মাদ্রাসা এলাকায় যাত্রীবাহি একটি বাসটি চলন্ত অবস্থায় স্টাডিং নট ছুটে মূহূতে উল্টে যায়। এতে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে দুর্ঘটনায় বাসযাত্রী মো শাহজাহান, মোহাম্মদ নাছির, সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, আবু বকর, মোহাম্মদ আলম, ইলিয়াছ হোসেন, মোহাম্মদ আলীসহ অন্তত ২৫ জন আহত হন। আহত সবার বাড়ি বাঁশখালী উপজেলায়।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত ১০/১২ জনকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকী আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান।
0 মন্তব্যসমূহ