বাঁশখালীর জলদিতে জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের, হামলায় নারী-পুরুষ ১২ জন আহত

মোঃ এরশাদঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি আশকরিয়া পাড়ায় গতকাল মঙ্গলবার ১১ ডিসেম্বর দুপুরে জায়গা-জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষ ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হচ্ছে কাশেম আলী(৫৮), হাজী মোহাম্মদ আলী (৫০), মোহছেনা বেগম(৫০), রেজিয়া বেগম(১৮)। অন্যান্য আহতদের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, আশকরিয়া পাড়ার আমিন শরীফ ও কাশেম আলীর মধ্যে ৪ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে বেশ কয়েকদফা শালিসী বৈঠকও হয়। গতকাল মঙ্গলবার ওই ঘটনার জের ধরে আমিন শরীফ গ্রুপের ১০/১২জন সশস্ত্র লোক দা, কিরিচ ও লোহার রড দিয়ে দুপুর দেড়টা নাগাদ কাশেম আলীর লোকজনের উপর হামলা চালায়।
ওই হামলায় ১২ জন আহত হয়। আহতদের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় কাশেম আলী (৫৮), হাজী মোহাম্মদ আলী (৫০), মোহছেনা বেগম (৫০) ও রেজিয়া বেগম(১৮) কে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন একুশে মিডিয়াকে বলেন, ‘ ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ