মোহাম্মদ এরশাদঃ গুগল স্টার্ট-আপ গ্রাইন্ড ও মমতার আয়োজনে প্রধান বক্তার আলোচনায় রফিক আহমদ
জীবনে সফলতা লাভ করতে হলে প্রতিটি কাজেই সততা ও ধৈর্য্যের সমন্বয়ে কাজ করতে পারলে সফলতা নিশ্চিত হয়। তাই প্রতিটি মানুষকে নিষ্ঠার সাখে কাজ করতে হবে। একজন উদ্যেক্তাকে অনেক বেশি প্রতিকূলতাকে মোকাবেলা করতে হয় সেসব কিছু মাথায় রেখেই ইতিবাচক মনোভাব নিয়ে এগুতে পারলে সে ব্যক্তি কখনো পিছনে পড়ে থাকে না। গত বুধবার নগরীর নন্দনকানস্থ ফুলকী মিলনায়তনে গুগল স্টার্টআপ গ্রাইন্ড, চট্টগ্রাম এবং মমতার যৌথ আয়োজনে প্রধান বক্তার আলোচনায় এসব কথা বলেন মমতার প্রধান নির্বাহী ও সাবেক লায়ন্স গভর্নর আলহাজ্ব রফিক আহমদ। তরুন উদ্যোক্তাদের এগিয়ে আসার অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্যে মমতা কালচারাল ইনস্টিটিউট এর সহায়তায় এক আলোচনা সভার আয়োজন করে গুগল স্টার্ট আপ গ্রাইন্ড ও মমতা। উক্ত আয়োজন আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনাসহ তিনপর্বের মাধ্যমে পরিচালিত হয়। উক্ত আয়োজনের প্রধান অতিথি ছিলেন প্রখ্যত সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। প্রথম পর্বে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল এর সঞ্চালনায় রফিক আহমদ মূল বক্তা হিসেবে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। মমতার পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক তৌহিদ আহমেদ, গুগল স্টার্টআপ-গ্রাইন্ড, চট্টগ্রাম চ্যাপ্টার কো-ডিরেক্টর বিরাট ভট্টাচার্য্য প্রমুখ। আলোচনা সভার পর মমতা কালচারাল ইনস্টিউটটের আয়োজিত বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টার্টআপ গ্রাইন্ড এর সদস্যবৃন্দ, চট্টগ্রামের বিভিন্ন তরুন ব্যবসায়ী, উদ্যোক্তা, মমতার পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ।
উল্লেখ্য যে, স্টার্টআপ গ্রাইন্ড হলো সারাবিশ্বে উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করার একটি মাধ্যম যেখানে বিশ্বের প্রায় ১৫ লাখ উদ্যোক্তা এর সাথে সম্পৃক্ত। বিশ্বের অন্যান্য দেশেও উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে স্টার্ট আপ গ্রাইন্ড এবং তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে এই আয়োজন করা হয়।
0 মন্তব্যসমূহ