বাঁশখালীতে মাঠে নেমেছে ঐক্যবদ্ধ বিএনপিঃ শংকায় জামায়াত

ইনবক্সঃ  নির্বাচনী মাঠে বাঁশখালী জামায়াতের আতি আত্মবিশ্বাসের মুলে ছিল বিএনপির সাংগঠনিক দুর্বলতা। গতকাল জাফরুল ইসলাম চৌধুরীর উপর আওয়ামী সন্ত্রাসী হামলার পরবর্তী প্রতিক্রিয়া দেখে জামায়াত নেতাদের সেই আত্মবিশ্বাসে এখন চিড় ধরতে শুরু করেছে।

যে সকল বিএনপি নেতারা এতদিন নিজেদের কিছুটা গুটিয়ে রেখেছিল তারাও এখন জাফরের পাশে এসে দাঁড়িয়েছে।

জাফরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার খবর শুনে ইব্রাহিম, কামরুলসহ অধিকাংশ বিএনপি নেতারাই দ্রুত সময়ের মধ্যে সরলে ছুটে গিয়ে জাফরুল ইসলামের পক্ষে নিজেদের শক্তিশালী অবস্থানের কথা জানান দিয়েছে। 

সাধারণ নেতা-কর্মীরা মনে করেন, ৩০ ডিসেম্বর পর্যন্ত যদি বিএনপি নেতারা এভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকে। তাহলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবেনা।

অপর দিকে কেন্দ্রীয় নির্দেশনাকে পাশ কাটিয়ে, বিএনপির দুর্বলতাকে পুঁজিকরে এককভাবে নির্বাচন করতে গিয়ে এখন ভালই বিপাকে পড়েছে বাঁশখালী জামায়াত।

উল্লেখ্য, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি কর্তৃক প্রকাশিত সারাদেশের জামায়াত প্রার্থীদের তালিকায় বাঁশখালী জামায়াত নেতা মাওলানা জহিরের নাম নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ