মাস্টার নজির আহমদ কলেজের উদ্যোগে বিজয় দিবস পালিত

মোহাম্মদ এরশাদঃ বাঁশখালী মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে। কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টান ও পুরুস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।

দেশের স্বাধীনতা ইতিহাস জানার বিকল্প নেই জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুজিবুর রহমান সিআইপি বলেন, বাংলাদেশ স্বাধীনতা সম্পর্কে জানতে হলে ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের ইতিহাস জানতে হবে। এ দীর্ঘ সময়ে দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করেছিল তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ৯ মাসের যুদ্ধ শেষে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন রাস্ট্র। বাংলাদেশ।

এসময় তিনি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের ইতিহাস জানাতে কলেজ লাইব্রেরিতে মাহবুবুর রহমান রচিত ' বাংলার ইতিহাস ১৯৪৭ সাল থেকে ১৯৭১' বইটি পড়ার জন্য ১০ সেট বই প্রদান করেন। এই বইটি শিক্ষার্থীরা পড়ে বাংলাদেশের প্রকৃতি ইতিহাস জানতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ