বার্তা পরিবেশকঃ
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ রামু উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল ২ ই ডিসেম্বর রোজ রবিবার কক্সবাজার শহরের এক অভিজাত হোটেলের হলরুমে এই সভার আয়োজন করা হয়।জেলা মৎস্যজীবীলীগের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্তে ও জেলার যুগ্ন সম্পাদক এম ডি আবদুল হকের পরিচালনায়,, উপস্হিত জেলার নেতৃবৃন্দরা হলেন - সহসভাপতি মো তৈয়ব,মনজুরুল আলম টিটু,যুগ্ন সম্পাদক জাফর আলম জাবের,সাংগঠনিক সম্পাদক মাষ্টার নূরুল আলম আজাদ,মাহবুব আলম, জেলা নেতা মো আনছার,নূরুল ইসলাম বাঙ্গালী জেলা দপ্তর সম্পাদক জাকের হোসাইন,জেলা নেতা সাবের আহমদ সহ অন্যন্যা নেতৃবৃন্দ। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বিশিষ্ট অভিনেত্ী ওআসাফো কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার শিউলি,চট্টগ্রাম জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি লায়ন শফিউল আলম শফি,সাধারন সম্পাদক ভার- প্রাপ্ত) এম,এ মোতালেব।জেলা মৎস্য জীবীলীগের সভাপতি ওযুগ্ন- সম্পাদক স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে সাবেক ছাত্ত নেতা আল আমিন সিকদার কে আহবায়ক ওআমিরুল কবির কে সদস্য সচিব করে এই কমিটি সবার সম্মতিতে অনুমোদন প্রধান করা হয়।কমিটির অন্যন্যা নেতৃবৃন্দরা হলেন- যুগ্ন- আহবায়ক নজিবুল আলম,মুজিবুর রহমান,আবদু শুক্কুর,আনোয়ারুল হক,নূরুল হুদা সিকদার মানিক-সদস্য- যথাক্রমে- জাকের উল্লাহ,পূর্ণধর,হারুনুর রশীদ লিটন,,আজিজুল হক,বোরহান উদ্দিন,মোঃ ঈসমাইল,মোঃ নুরুল্লাহ,মোঃ শহীদুল্লাহ,মো মোস্তফা,মহিলা সদস্যা- আখিয়া খানম,সাদেকা আক্তার প্রমূক নেতৃবৃন্দ। এতে জেলা সভাপতি আজিজুল হক তাঁর উষষ্ন ঝরা ওআবেগ ঘন বতৃক্তায় বলেন- বর্তমান শেখ হাসিনার সরকার গরীব দুখী মেহনতি মানুষের ভাগ্যে উন্নয়েনর জন্য বিগত দশ বছরে যে সফলতায় দেশকে এগিয়ে নিয়েছে তা আজ বিশ্ব বাসীর কাছে রোড মডেল।এই দেশের মানুষের ভাগ্যে পরিবর্তনে নেত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।আমরা তাঁর অতি সাধারণ কর্মী হিসাবে আগামী বাংলাদেশ গড়তে মৎস্যজীবীলীগের ব্যানারে সুসংগঠিত হয়ে যুব বান্ধব ও আদর্শ কর্মী সৃষ্টি করে নেত্রীর কর্মকান্ড কে এগিয়ে নিতে এবংআগামী সংসদ নিরবার্চনকে তরান্তিত করতে ওমহাজোট মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনে অগ্রণী ভুমিকা রাখতে, আমার এই ক্ষুদ প্রচেষ্টা। আশা করি রামু উপজেলার এই কমিটি সরকারের উন্নয়ন তুলে ধরতে অপরিসীম ভুমিকা রাখবে ।
0 মন্তব্যসমূহ