বাঁশখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের ওলামা মাশায়েক সমর্থিত পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ ডিসেম্বর সকাল ১১ঘটিকার সময় সৌদিয়া মার্কেটস্থ দলীয় কার্যালয়ে বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের হাতপাখা প্রতীকে চরমোনাই পীর এর মনোনীত প্রার্থী হাফেজ ফরিদ আহমদ আনছারী।
বক্তব্য কালে ফরিদ আহমদ আনছারী বলেন, জনগণের অধিকার রক্ষায়, লুটপাট বন্ধের জন্য এবং পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি। ক্ষমতার লোভে নয়। আল্লাহ আমাদের সহায়তা করলে ইনশাল্লাহ বাংলাদেশকে আধুনিক ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই হবে আমাদের কাজ।
তিনি সাংবাদিকদের জানান, বর্তমানে গণতন্ত্র প্রহসনে পরিণত হয়েছে। আমাদের যারা এজেন্ট থাকবে তারা কেন্দ্রে ডুকতে পারবে কিনা, ভোট দেওয়ার উপযুক্ত পরিবেশ থাকবে কিনা তা নিয়ে আশংকায় আছি। তাছাড়া ইতোমধ্যে বাঁশখালীতে নির্বাচনী প্রচারণায় আমাদের কর্মীসমর্থকরা নানা বাঁধার সম্মুখীন হয়েছে। দুষ্টু কিছু লোকজন ও স্বতন্ত্র প্রার্থীর লোকজন জলদী পৌরসভা, শিলকুপের মনছুরিয়া বাজার, চাম্বল, পুঁইছড়ি, সরল, বৈলছড়ি, কালীপুর সহ বেশ কয়েকটি স্থানে নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগও তুলেন তিনি। নির্বাচনের সুষ্টু পরিবেশ চেয়ে আইনশৃঙ্খলা বাহীনি, সাংবাদিকমহল সহ সকলের সহযোগীতাও কামনা করেন।
এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খতমে নবুয়াত আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব মাও. আব্দুল আলিম নিজামী, ইসলামী আন্দোলনের বাঁশখালী নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি ওবাইদুল্লাহ, জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাংবাদিক মাওলানা শফকত হোছাইন চাটগামী, চট্টগ্রাম দক্ষিণজেলা সাধারাণ সম্পাদক এইচ. এম রুহুল্লাহ, ইসলামী আন্দোলনের বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামবাদী, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহ্বায়ক মাও. আতাউল্লাহ চৌধুরী, মাও. আকতার হামিদ তালুকদার, পৌর সেক্রেটারি মোবারক হোসেন আসিফ, জাওয়াদুল করিম, যুবনেতা আবিদুর রহমান, মাও. জাহাঙ্গির, মাও. হামেদ বিন ফরিদ, মাও. আমির হোসেন নাছির, ইয়াসিন প্রমূখ।
0 মন্তব্যসমূহ