মোহাম্মদ এরশাদঃ আজ ১৭ই ডিসেম্বর, পিকেএসএফ এর সহায়তায় মমতার বাস্তবায়নাধীন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে আনোয়ারায় মেয়েদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয়। আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উক্ত ম্যাচে আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও চাতরী বহুমুখী উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এছাড়াও ম্যাচে রানার্স আপ, সেরা খেলোয়াড় ও রানার্স আপ দলের সেরা খেলোয়াড়ের হাতে সম্মাননা ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। পুরষ্কার বিতরনকালে উপস্থিত ছিলেন চাতরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরফান চৌধুরী, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাশ, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি সংগঠক সিফাত কবির খান, ক্রীড়া শিক্ষক আসমত আলী,শাখা ব্যবস্থাপক সেকান্দার বাদশা, বাঁশখালী ক্রিকেট একাডেমীর পরিচালক ও সাংবাদিক মোহাম্মদ এরশাদ, আমিনুল হক প্রমুখ। উক্ত টুর্নামেন্টে আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়, চাতরী বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঝি.বা.শি উচ্চ বিদ্যালয়, তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় সহ মোট ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
উল্লেখ্য, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম মহানগর ও আনোয়ারা উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে মমতা। তারই ধারাবাহিকতায় আনোয়ারা উপজেলায় মেয়েদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন করা হয়।
0 মন্তব্যসমূহ