বাঁশখালী উপজেলায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানাতে এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ৪৮ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
১৬ ডিসেম্বর, রবিবার উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সংবর্ধনা ও অালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
বিশেষ অতিথি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী, সহকারী কমান্ডার অর্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমান্ড মুক্তিযোদ্ধা কাউন্সিলর আব্দুর রাজ্জাক, সাবেক সহকারী কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সুজন চন্দ্র রায়।
এসময় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫০ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের বীর সন্তানদের অাত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। তাদের ত্যাগের কথা বাঙ্গালী জাতী চিরদিন স্মরণে রাখবে। উপস্থিত সকলে বাংলার প্রয়াত বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এদিকে ৪৮ তম স্বাধিনতা দিবস উপলক্ষে বাঁশখালীতে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনসমুহ, সামাজিক, সাংস্কৃতিক ও শিশু কিশোর সংগঠন, উপজেলার স্কুল কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানান অায়োজনে বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বাংলাদেশ অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ বাঁশখালী উপজেলা ও কলেজ শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল বাঁশখালী উপজেলা ও কলেজ শাখা, বাঁশখালী শিশু কিশোর সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
0 মন্তব্যসমূহ