বাঁশখালীতে আওয়ামীলীগের রাজনীতিতে হারুন-জিল্লুর চমক

ছনুয়া ইউনিয়ন আ.লীগের দু’গ্রুপের দীর্ঘদিনের বিরাজমান কোন্দলের অবসান হলো।ছনুয়ার তৃনমূল আওয়ামীলীগ দুই নেতাকে একই মঞ্চে দেখে উজ্জীবিত।ছনুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি এম.জিল্লুল করিম শরীফি ও ছনুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এম.হারুনুর রশীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।শুধু তাই নয়,একই দিনে একই জায়গায় মিটিংয়ের ঘোষণা দিয়ে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়েছিল কয়েকবার।সর্বশেষ ২০১৬ সালে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিল্লুল করিম শরীফিকে প্রার্থী ঘোষণা করেন উপজেলা আ.লীগের সভাপতি ও বর্তমান সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।এনিয়ে দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন এম.হারুনুর রশীদ।তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন।ছনুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি জিল্লুল করিম শরীফি বাঁশখালীর বর্তমান সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী।অপরদিকে হারুনুর রশীদ বাঁশখালী আ.লীগের আরেক প্রভাবশালী সদস্য আবদুল্লাহ্ কবির লিটন।সেই হিসেবে দুই নেতার মধ্যে অনেক দূরত্ব ছিল।ফলে ছনুয়া ইউনিয়ন আওয়ামী রাজনীতে ঝগড়া বিবাদ লেগেই থাকে। অবশেষে ছনুয়া ইউনিয়ন আ.লীগের দু’গ্রুপের দীর্ঘদিনের বিরোধের অবসান হলো গতকালের মিটিংয়ে।একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছনুয়া ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভায় দুই নেতা একই মঞ্চে আসতে সক্ষম হন।দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।ছনুয়া ইউনিয়ন আ.লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় দুই নেতাকে একসাথে দেখতে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না।অনেক সাধারণ মানুষ কৌতূহল নিয়ে দুই নেতাকে দেখতে আসেন।এসময় উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তালুকদার,লায়ন আমিরুল হক এমরুল কায়েস,শহীদুল কাদের বাবু সহ অনেকে।

এসময় উপস্থিত সকলে বাঁশখালী আসনের আ.লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষে কাজ করার প্রতিজ্ঞা করেন।

এব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ছনুয়ার এক ছাত্রলীগ নেতা এ প্রতিবেদককে বলেন,”একতাই শক্তি।আমার খুব ভাল লাগতেছে।ছনুয়ায় আ.লীগের দীর্ঘদিনের বিরাজমান দ্বন্ধের অবসান হওয়ায়।হারুন সাহেব ও জিল্লু সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ