নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদর থানার অভিযানে বিভিন্ন মামলায় ৪২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ ও ২৪ ডিসেম্বর দুই দিনে কক্সাবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই সুজন চন্দ্র নাথ, রাজিব চন্দ্র পোদ্দার, এসআই আনছারুল হক, এসআই শেখ মোঃ সাইফুল আলম, এসআই সুজন চন্দ্র মজুমদার, এসআই শরিফুল ইসলাম,এসআই এমরান হোসেন, এএসআই লিটন মিয়া, এএসআই দ্বীন মোহাম্মদ এএসআই মোঃ হাফেজ, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪২ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, ০১। কামাল হোসেন (৩৩) পিতা- মৃত কবির আহমদ, মাতা- সৈয়দ বানু, সাং- নোয়াখালী পাড়া, মধ্যম পাড়া, ০৯নং ওয়ার্ড, বাহারছড়া ইউপি, ০২। নবী ছোবহান (৩০) পিতা- জাফর আলম, মাতা- আদননেছা, সাং- জাহাজপুড়া, বাহারছড়া ইউপি ০৩। সিদ্দিক আহমদ (৩৮) পিতা- হাজী খুইল্যা মিয়া, মাতা- হাজী মেহেরাজ বিবি, সাং- আলীর ডেইল, ০২নং ওয়ার্ড, সাবরাং ইউপি ০৪। আবদুল গফুর (৪১) পিতা- মৃত হাজী সৈয়দ আহমদ, মাতা- মৃত সুফিয়া খাতুন, সাং- জিনাপাড়া, ০৬নং ওয়ার্ড, সাবরাং ইউপি , ০৫। মোঃ ফকির (৫০) পিতা- মোঃ হোসন, মাতা- শামরুক বিবি, সাং- মোন্ডার ডেইল, ০১নং ওয়ার্ড, সাবরাং ইউপি ০৬। আবদুল জলিল (৪৫) পিতা- নুর আহমদ, মাতা- খতবানু, সাং- হাদুর ছড়া, ০২নং ওয়ার্ড, সাবরাং ইউপি, সর্ব থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। ০৭। মনিরুল ইসলাম (২৯) পিতা- নাজির হোসেন, মাতা- চেমন আরা বেগম, সাং- ভালুকিয়া, ফৈচার বাপের বাড়ী, ০৪নং ওয়ার্ড, রতœপালং ইউপি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার। ০৮। রফিকুল আলম (২৯) পিতা- মৃত সুলতান আহমদ, মাতা- মালেকা বেগম, সাং- ভালুকিয়া, ফৈচার বাপের বাড়ী, ০৪নং ওয়ার্ড, রতœপালং ইউপি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার। ০৯। জাহেদুল ইসলাম (২৩) পিতা- নুরুল আমিন, মাতা- নিলুফা বেগম, সাং- পশ্চিম মাইজ পাড়া, ০৫নং ওয়ার্ড, ডুলহাজারা ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার ১০। সেলিম উদ্দিন, পিতা- মমতাজ, সাং-নাইক্ষ্যংদিয়া, ১১।সাদেকুর রহমান, পিতা- বদরুল ইসলাম, সাং- দক্ষিণ লরাবাগ, থানা ও জেলা- কক্সবাজার, ১২। মোঃ আজিজ প্রঃ আব্দুল্লাহ, পিতা- মোঃ রহিম, সাং- জরজরি পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ১৩। রিফাত উল ইসলাম প্রঃ ভুট্টু, পিতা- জাফর আলম, সাং- নতুন বাহার ছড়া, থানা ও জেলা- কক্সবাজার, ১৪। দেলোয়ার হোছাইন, পিতা- এরশাদুল করিম, সাং- টেকপাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ১৫। মোঃ এমরান প্রঃ আরমান, পিতা-আলম, সাং- পেশকার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ১৬। বেলাল, পিতা- ইউসুফ আলী, সাং- পাহাড়তলী, থানা ও জেলা- কক্সবাজার, ১৭। ছানা উল্লাহ, পিতা- মোঃ হোসেন, সাং- কাউয়ার পাড়া, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার, ১৮। শহিদুল ইসলাম, পিতা- মোঃ নুর, সাং- দক্ষিণ মিঠাছড়ি, থানা- রামু, ১৯। শামসুল আলম, পিতা- নজির আহমদ, সাং- পূর্ব লারপাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ২০। জাহেদুল ইসলাম, পিতা- মৃত আজিজুর রহমান, সাং- দক্ষিণ মুহুরী পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ২১। সৈয়দ হোসেন, পিতা- মৃত ইমাম হোসেন, সাং- দক্ষিণ রুমালিয়ারছড়া, থানা ও জেলা- কক্সবাজার, ২২। শাহেদুল ইসলাম, পিতা-ফরিদুল ইসলাম, সাং- নাপিতখালী, থানা ও জেলা- কক্সবাজার, ২৩। মোঃ কামরুল হাসান, পিতা- আব্দুল কুদ্দুস, ২৪। আমির হোসেন, পিতা- নবী, ২৫। মোবারক, পিতা- নজুমিয়া, সাং- দক্ষিণ বাহারছড়া, থানা ও জেলা- কক্সবাজার, ২৬। মোঃ ইমাম, পিতা- একরামুল হক, সাং- রসুলপুর, থানা- কোম্পানী গঞ্জ, জেলা-নোয়াখালী, ২৭। সাদ্দাম হোসেন, পিতা- জাফর, সাং- লাইট হাউজ পাড়া, কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার, ২৮। শাহজাহান, পিতা- ছৈয়দ আহমদ, সাং- কাইমার ঘোনা, থানা ও জেলা- কক্সবাজার, ২৯। মোস্তাক আহমদ, পিতা- গুরা মিয়া, সাং- পানেরছড়া, থানা ও জেলা- কক্সবাজার, ৩০। মঞ্জুর আলম, পিতা- আশরাফ আলী, সাং- গনি সওদাগর পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ৩১। শাহিন , পিতা- নুরুল, সাং- উখিয়ার ঘোনা, থানা ও জেলা- কক্সবাজার, ৩২। মোঃ ছব্বির, পিতা- আলী আহমদ, সাং- বইলতলী, ৩৩। শওকত আলম, পিতা- মজিবুল আলম, সাং- মেরং লোয়া, ৩৪। টিপু সোলতান, পিতা- মৃত সিদ্দিক আহমদ, সাং- সিপাহির পাড়া, ৩৫। এনামুল হক, পিতা- মৃত রফিক, সাং- উখিয়ার ঘোনা, ৩৬। রবিউল হাসান, পিতা- মৃত ছব্বির, সাং- ছর পাড়া, ৩৭। শেখ আব্দুল্লাহ, পিতা- মোঃ আলী, সাং-পানের ছড়া, ৩৮। জাহেদ উল্লাহ, পিতা- মৃত ফজল, সাং- ঐ, ৩৯। জহির আলম, পিতা- মোক্তার আহমদ, সাং- মধ্যম মেরং লোয়া, ৪০। এনামুল হক, পিতা- মোঃ হাসান, সাং- উখিয়ার ঘোনা, ৪১। আবুল কাশেম, পিতা- মোখলেছুর রহমান, সাং- ফতেখারকুল, সর্বথানা- রামু জেলা- কক্সবাজার, ৪২। মোঃ আবুল হাকিম, পিতা- জাগির হোসেন, সাং- পূর্ব কলাতলী, ঝরঝরি পাড়া, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
0 মন্তব্যসমূহ