মোহাম্মদ এরশাদঃ
দিলু মার্কেট মেত্রী সংঘ কর্তৃক আয়োজিত ২য় বারের মত, দিবা/ রাত্রীর শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা গত ১৮জানুয়ারী নাপোড়া দিলু মার্কেট সংলগ্নে পুইছুড়ি ইউনিয়েনের ৭নং ওয়ার্ড ইউপি,সদস্য খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী ফুটবল একাডেমীর সভাপতি প্রকাশ বডুয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুইছুড়ি ইউনিয়েনের ৮নং ওয়ার্ড ইউপি,সদস্য আলহাজ্ব শের আলী, প্রথম আলো বাঁশখালী প্রতিনিধি বাবু হিমেল বডুয়া (বাপ্পা) এবং বাঁশখালী ফুটবল একাডেমীর টিম ম্যানেজার বাবু বিটু রাজ বডুয়া, বাঁশখালীর ফুটবল একাডেমীর ক্রীড়া সম্পাদক মনজুর আলম, উক্ত খেলায় মোকাবেল করে শেখেরখীল হীরামন ক্লাব বনাম দিলু মার্কেট ফুটান্ত ক্লাব, এতে শেখেরখীল হীরামন ক্লাব ১১ রানে জয় লাভ করেন। প্রথমে টর্সে জিতে হীরামন ক্লাবের অধিনায়ক আনছার উল্লাহ আল-আনচারী ব্যাট করার সিদ্ধান্ত নিলে হীরামন ক্লাবের দুই ওপেনার অরুপ এবং মামুন ব্যাট করতে নেমে রানের ঝড় তুলে দে হীরমন ক্লাবের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফলে ৮ ওভারে ৭৮ রানের জুটি করে মামুন ব্যক্তি গত ২৯ রান করে সাজ ঘরে ফিরে, অপর উদ্বোধনী ব্যাটসম্যান অরুপ ৪৮ রান করে আউট হলে অধিনায়ক আল-আনচারী ব্যাট করতে নেমে প্রথম বলে ৪ মেরে ২য় বলে রান আউট হয়ে সাজ ঘরে ফিরে আল- আনচারী,পরে আব্দুল মালেক নিয়ে ওয়ান ডাউন ব্যাটসম্যান কাইছার ১৯ রান করে, হীরমন ক্লাবকে নির্ধারিত ১২ ওভারে, ৩ উকেটের বিনিময়ে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে দিলু মার্কেট ফুটান্ত ক্লাব ১১৭ রানের লক্ষ নিয়ে ব্যাট করতে নেমে কোন উকেট না হারিয়ে ৪ ওভারে ২৭ রান তুলে নেন দুই ওপেনার, হীরমন ক্লাবের অধিনায়ক ৫ম ওভারে বল করতে এসে তার গুরনি বলে বোল্ড করে ফুটান্ত ক্লাবের উদ্বোধনী জুটির ফাটল দরায়, এর পর আবার অধিনায়ক আল-আনচারী ৭ম ওভার করতে আসলে সেই ওভারে ৩ উইকেট পেলে দিলে শেষ পযন্ত আর কোন ব্যাটসম্যান তেমন সুবিদা করতে না পেরে দিলু মার্কেট ফুটান্ত ক্লাব ১১.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১০৬ রান করতে সক্ষম হয়।
ম্যান অবদ্যা ফাইনাল নির্বাচিত হয় হীরমন ক্লাবের ওপেনার অরুপ, ম্যান অব দ্যা টুণামেন্ট নির্বাচিত হয় হীরামন ক্লাবের অরুপ।
0 মন্তব্যসমূহ