গত ২৯ জানুয়ারী মঙ্গলবার, পিকেএসএফ এর সহায়তায় ও মমতা কর্তৃক বাস্তবায়নাধীন প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির উদ্যোগে চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে পরিপোষক ভাতা ও বিশেষ সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়। বরকল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মমতার কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননী, ধন্যবাদ জ্ঞাপন করেন মমতার কার্যকরী পরিষদের সাধারন সম্পাদক মনসুর মাসুদ। মমতার প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, শুভেচ্ছা বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পরিচালক (আইসিটি,প্রোগ্রাম এন্ড প্রজেক্ট) তৌহিদ আহমদ, পরিচালক (অর্থ) ইকবাল আল মাহামুদ, প্রবীন কমিটির সদস্য হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠানে বরকল ইউনিয়নের প্রবীন জনগোষ্ঠীর মধ্যে বিশেষ পরিপোষক ভাতা, সহায়ক উপকরন তথা ছাতা, লাঠি, চাদর, কম্বল,কমোড চেয়ার, শারীরিকভাবে অক্ষম প্রবীনদের হুইল চেয়ার সহ অন্যান্য উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বরকল ইউপি প্রবীন কমিটির সভাপতিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরকল ইউপি সদস্যবৃন্দ, মমতার সহকারী পরিচালক পার্থ সারথী বড়ুয়া, সহকারী পরিচালক প্রদীপ কুমার দে, জুনায়েদ আলী, মো. ফারুক ও মমতার অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ। সঞ্চালনা করেন প্রবীর পাল।
প্রধান অতিথি আ.ন.ম বদরুদ্দোজা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘মমতা পিকেএসএফ এর সহায়তায় উক্ত ইউনিয়নে প্রবীনদের জন্য যে কর্মসূচি বাস্তবায়ন করছে তা সরকারের সহায়ক শক্তি হিসেবে উন্নয়ন কর্মকান্ডকে আরও বেশি সহায়তা করবে’।
0 মন্তব্যসমূহ