গাজী গোফরানঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল শুক্রবার (৪ জানুয়ারি)। বাংলা, বাঙালির স্বাধীনতা ও স্বাধীকার অর্জনের লক্ষ্যে ১৯৪৮ সালের এদিন জন্ম নেয় বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় ছাত্রলীগ।
দিবসটি পালনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ৪ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ৪ জানুয়ারি সকাল ৬.৩০ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তালন, সকাল ৭.০০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা। বাদ জুম্মাঃ মিলাদ মাহফিল।
প্রতিষ্ঠা বার্ষিকীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, ৫ জানুয়ারি সকাল ১০.০০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা।
৭ জানুয়ারি সকাল ১০.০০ মিনিটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ঢাকা বিশ্ববিদ্যালয় ‘অপরাজেয় বাংলা’ সংলগ্ন বটতলা।
৮ জানুয়ারি সকাল ১০.০০ মিনিটে কোমলতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। বিকাল ৪.০০ মিনিটে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঢাকা বিশ্ববিদ্যালয় সোপার্জিত স্বাধীনতা চত্বর।
বাংলাদেশ ছাত্রলীগের ৭১ বছরের ইতিহাস জাতির মুক্তির স্বপ্ন, সাধনা এবং সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক, প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে সংগঠনটি । ’৫২ এর ভাষা আন্দোলনে, ’৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৫৮ এর আইয়ুববিরোধী আন্দোলন, ’৬২ এর শিক্ষা আন্দোলনে ছাত্রলীগ গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে।
’৬৬ এর ছয় দফা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, মাঠে-ঘাটে ছড়িয়ে পড়ে। এছাড়াও ’৬৮-তে শিক্ষা আন্দোলন এবং ’৬৯ এর গণঅভ্যুত্থানসহ ’৭০ এর নির্বাচন ও ’৭১ এর মুক্তিযুদ্ধে ছাত্রলীগ গৌরবউজ্জ্বল ভূমিকা পালন করে।
0 মন্তব্যসমূহ