মোহাম্মদ বেলাল উদ্দিনঃ সদ্য চালু হওয়া ছনুয়া মৌলভী নজরুল ইসলাম পাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভীড় জমছে প্রতিনিয়ত।ছনুয়ার বিভিন্ন প্রান্ত থেকে অভিভাবকরা ছুটে আসছেন ছেলেমেয়েদের ভর্তি করানোর জন্য।বিশেষ করে আবাখালী,চেমটখালী,খুদুকখালী,রিফিজিঘোনা,মধুখালীর শিক্ষার্থীদের আনাগোনা বেশি দেখা যাচ্ছে।তারা সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আশায় মৌলভী নজরুল ইসলাম পাড়া উচ্চ বিদ্যালয়কে বেছে নিচ্ছেন।এই স্কুলের প্রতিষ্ঠাতা লায়ন আমিরুল হক এমরুল কায়েস এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন,"আমার মরহুম বাবার নামে প্রায় ১১০শতাংশ জমির উপর স্কুলটি প্রতিষ্ঠা করেছি।যাত্রায় এলাকার মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছি।এলাকার মানুষের খেদমত করতে পারলে আমি পরিপূর্ণ তৃপ্তি পাই।এই স্কুল আমার দীর্ঘদিনের কষ্টের ফসল।মানসম্মত পাঠদান করতে সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাব।"
এদিকে ছনুয়ার জনগণ স্কুলটিকে নতুন বছরের উপহার হিসেবে দেখছেন।এমন একটি উপহার পেয়ে আনন্দে মাতোয়ারা ছনুয়ার মত প্রান্তিক জনপদের লোকজন।চলতি বছরের ১লা জানুয়ারি থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা স্কুলটি "টক অব দ্যা ছনুয়া"য় রুপ নিয়েছে।
0 মন্তব্যসমূহ