বাঁশখালীতে ইতিহাস গড়লেন লায়ন আমিরুল হক

মোহাম্মদ বেলাল উদ্দিনঃ শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া পশ্চিম পুঁইছড়ি,পশ্চিম শেখেরখীল ও ছনুয়া ইউনিয়নের জনগোষ্ঠীর জন্য একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মৌলভী নজরুল ইসলাম।২০০৯ তিনি মৃত্যুবরণ করেন।অবশেষে মরহুম বাবার স্বপ্ন পূরণ করলেন লায়ন মোঃ আমিরুল হক এমরুল কায়েস।বাবার নামে প্রায় ৩কানি জায়গা জুড়ে প্রতিষ্ঠা করেছেন "আলহাজ্ব মৌলভী নজরুল ইসলাম পাড়া উচ্চ বিদ্যালয়"।চলতি বছরের ১লা জানুয়ারি থেকে যাত্রা শুরু করা এই বিদ্যালয়ে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২৬০ জন।প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কাংখিত স্কুলে ভর্তি হওয়ার জন্য ছুটে আসছেন শিক্ষার্থীরা।এসব শিক্ষার্থীদের দূর-দূরান্তের স্কুলে যাতায়াত করতে হতো।প্রান্তিক জনপদ ছনুয়া,শেখেরখীল,পুঁইছড়ির এসব ছাত্র-ছাত্রীরা বেজায় খুশি শিক্ষার জন্য তাদেরকে মাইলের পর মাইল মেঠোপথ পাড়ি দিতে হবে না।তারা সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আলহাজ্ব মৌলভী নজরুল ইসলাম পাড়া উচ্চ বিদ্যালয়কে বেঁছে নিচ্ছেন।উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লায়ন আমিরুল হক এমরুল কায়েসের ভাষ্য,মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে যা যা প্রয়োজন তা করবেন।
বাঁশখালী নিউজের এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, "নিজ জন্মভূমি ছনুয়াসহ পুরো বাঁশখালীর মানুষের জন্য আমি সবসময় ত্যাগ স্বীকারে প্রস্তুত।আজকে দরিদ্র জনগোষ্ঠীর আড়াই শতাধিক শিক্ষার্থীর মুখে হাসি ফুটাতে পেরে আমি খুবই আনন্দ অনুভব করছি।আমার চাওয়া-পাওয়া,লোভ-লালসা নেই।শিক্ষা-দীক্ষায় প্রিয় জন্মভূমি বাঁশখালীকে এগিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য।"
আজ ৯ই জানুয়ারি (বুধবার) সদ্য প্রতিষ্ঠিত উক্ত স্কুলে উৎসাহ-উদ্দীপনায় বই উৎসব পালিত হয়েছে।অনুষ্ঠানের সংবর্ধিত প্রধান অতিথি সাবেক মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা এম. শহীদুল্লাহ্'কে ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে শুরু হয় বিনামূল্যে বই বিতরণ কার্য্যক্রম।এসময় সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা এম. শহীদুল্লাহ্ বলেন,"ছনুয়ার দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হতো।এখন আমাদের ছেলেমেয়েরা অতি নিকটে একটি শিক্ষা প্রতিষ্ঠান পেয়ে আনন্দে আত্নহারা।যে জাতি যত শিক্ষিত,সে জাতি তত উন্নত।একটি জাতিকে এগিয়ে নেওয়ার মূল হাতিয়ার হচ্ছে প্রতিষ্ঠাতিক শিক্ষা।সেটা উপলব্ধি করে আমাদের সোনালি সন্তান এমরুল কায়েস অন্ধকার জনপদে শিক্ষার আলো পৌঁছাতে এই প্রতিষ্ঠান স্থাপন করেছেন।"
এসময় সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ্ আলহাজ্ব মৌলভী নজরুল ইসলাম পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লায়ন আমিরুল হক এমরুল কায়েসকে ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ