চট্টগ্রামের বাঁশখালীতে নারী হামলায় বাঁশখালী থানার দুই পুলিশ অফিসার আহত হয়েছে।
আজ ১৯ জানুয়ারী দুপুর ১২টা ঘটিকার বাঁশখালী থানাধীন পৌরসভা ৯নং ওয়ার্ডের দক্ষিণ জলদী রঙ্গিয়া ঘোনা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামী আটক করতে গিয়ে নারীর হাতে হামালা’র শিকার হন বাঁশখালী থানা দুই এ.এস.আই।
আহতরা হলেন, বাঁশখালী থানার এ.এস.আই প্রদিপ চক্রবর্তী ও এ.এস.আই নুর নবী টিপু।
আহতদের বাঁশখালী হাসপাতালে চিকিৎসার পর গুরুত্ব আহত এ.এস.আই প্রদীপ চক্রবর্তীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিৎসক। বাঁশখালী হাসপাতালে ডা. আয়শা মুনমুন বলেন, হামলায় আহত দুই পুলিশ অফিসারকে দুপুর সাড়ে ১২ টার দিকে হাসপাতালে নিয়ে আসেন পুলিশ। তার মধ্যে এক পুলিশ আফিসার প্রথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
বাঁশখালী থানার এ.এস.আই নুর নবী টিপু জানান, চন্দনাইশ থানার একটি এটেম টু মার্ডার মামলায় মাল ক্রোকের আদেশ দেবেন বিজ্ঞ আদালত। আদালতের রায়ের ভিত্তিতে বাঁশখালী পৌরসভা ৯নং ওয়ার্ডের দক্ষিণ জলদী রুঙ্গিয়া ঘোনা এলাকার আসামী বাড়ীতে গেলে সেখানে আসামীর মা সহ কয়েক জন নারী আমাদের উপর হামলা করে। এ হামলায় আমরা আহত হয়।
হামলাকারী ও আসামী মা শাসমুজ্জামান (৪৫)কে আটক করেন থানা পুলিশ।
এব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামাল হোসেন বলেন, পুলিশের উপর হামলাকারী এক নারীকে আটক করেন পুলিশ।
0 মন্তব্যসমূহ