সংবাদদাতাঃ আজ সোমবার সকাল ৯ টায় চট্টগ্রামের বাঁশখালীতে প্রচন্ড কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় বজ্রপাতে সরল ইউনিয়নের আছু মেম্বার বাড়ীর দলু মিয়া প্রঃ কালো (৬০) নামে এক কৃষক নিহত হয়েছে।
নিহত দলু মিয়া বৃষ্টি ও বাতাস শুরু হলে সে তার নিজ চাষাকৃত জমিতে সার দিতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ঐসময় এদিকে খানখানাবাদ ইউনিয়নের ডোংরা এলাকায় আরেকজন ব্যক্তি বজ্রপাতে আহত হওয়ার খবর পাওয়া যায়। আহত ব্যক্তিকে মেডিকেলে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেলেও পরিচয় এখনো আমাদের হাতে আসেনি।
সকাল সাড়ে ৯টার দিকে প্রচন্ড কালবৈশাখী ও মৌসুমী বায়ুতে প্রায় কিছুক্ষণের মধ্যে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছপালা উপড়ে গেছে। এছাড়া কাঁচা ঘর বাড়ী, ধানের চারা পড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
0 মন্তব্যসমূহ