মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী সিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৯ অদ্য ২২ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকার সময় চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। সিজেকেএস সহ-সভাপতি ও অ্যাথলেটিক্স কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং অ্যাথলেটিক্স কমিটির সম্পাদক মো: কামাল উদ্দীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, গোলাম মহিউদ্দীন হাসান, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেজিয়া বেগম ছবি, মনোরঞ্জন দে। অনুষ্ঠানে অলিম্পিক মশাল প্রজ্জলন ও মাঠ প্রদক্ষিণ করেন অ্যাথলেটিক্স কমিটির ভাইস চেয়ারম্যান ও সিজেকেএস কাউন্সিলর ডেরিক র্যান্ডলফ। আরো উপস্থিত ছিলেন অ্যাথলেটিক্স কমিটির ভাইস চেয়ারম্যান ও সিজেকেএস কাউন্সিলর এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আকতারুজ্জামান, মোহাম্মদ শাহজাহান, মকসুদুর রহমান বুলবুল, শাহাদাৎ হোসেন। খেলা পরিচালনায় বিচারকের দায়িত্ব পালন করেন অ্যাথলেটিক্স কমিটির ভাইস চেয়ারম্যান ইসমাইল কুতুবী, রুহুল আমিন, মোশারফ হোসেন, সদস্য ইবাদুল হক লুলু, মজিবুর রহমান, আনিসুল আলম, ফুলিনা চৌধুরী, মোঃ সরওয়ারুল আলম সোহেল। এছাড়াও বিচারকের দায়িত্বে ছিলেন গিয়াস উদ্দিন বাবর, হেলাল উদ্দিন টিপু, মো: গিয়াস উদ্দিন, ডা: নুরুল মোস্তফা, আব্দুল আওয়াল, আব্দুর রওফ, রুহুল আমিন খান, রাশেদুল আমিন, মো: শাহ জালাল উদ্দিন, আবদুল মান্নান, মো: সেলিম উদ্দিন, আশরাফসহ অংশগ্রহণকারী ক্লাব, উপজেলা ও স্কুলের অ্যাথলেটবৃন্দ প্রমূখ। ১ম দিনে ১৬টি ইভেন্টের খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাশেম, মোহাম্মদ ইউসুফ। আগামীকাল ২য় দিনের খেলা সকাল ৯:৩০ টা থেকে শুরু হবে।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় ক্লাব ও উপজেলার ৮টি দল এবং ৯টি স্কুল অংশগ্রহণ করেছে। দলগুলো হলো: বাকলিয়া একাদশ, আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ, ইয়ং স্টার ব্লুজ, রাইজিং স্টার ক্লাব, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা, ক্রিসেন্ট ক্লাব, এম.এইচ. স্পোর্টিং ক্লাব। স্কুল গুলো হলো: প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজ, চিটাগাং, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, (চট্টগ্রাম), কানুনগোপাড়া ড: বি: ভূ উচ্চ বিদ্যালয়, হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুল, আগ্রাবাদ সরকারী কলোনী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম বিশ্বদ্যিালয় ল্যাবরেটরি স্কুল, আব্দুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ।
- হোম
- বাঁশখালী
- _পুকুরিয়া
- _সাধনপুর
- _খানখানাবাদ
- _বাহারছড়া
- _কালীপুর
- _বৈলছড়ি
- _কাথরিয়া
- _সরল
- _জলদী
- _গণ্ডামারা
- _শীলকূপ
- _চাম্বল
- _পুঁইছড়ি
- _ছনুয়া
- _শেখেরখীল
- কক্সবাজার
- _রামু
- _ঈদগাঁও
- _চকরিয়া
- _পেকুয়া
- _উখিয়া
- _টেকনাফ
- _কুতুবদিয়া
- _মহেশখালী
- চট্টগ্রাম
- _আনোয়ারা
- _বাঁশখালী
- _সাতকানিয়া
- _লোহাগাড়া
- _চন্দনাইশ
- _পটিয়া
- _কর্ণফুলী
- _সীতাকুন্ড
- _মীরসরাই
- _সন্দ্বীপ
- _বোয়ালখালী
- _হাটহাজারী
- _রাঙ্গুনিয়া
- _রাউজান
- _ফটিকছড়ি
- চট্টগ্রাম মহানগর
- _চান্দগাঁও
- _বন্দর
- _ডবলমুরিং
- _কোতোয়ালী
- _পাহাড়তলী
- _পাঁচলাইশ
- _বায়েজিদ বোস্তামী
- _পতেঙ্গা
- _হালিশহর
- _খুলশী
- _বাকলিয়া
- _কর্ণফুলি
- _চকবাজার
- _আকবর শাহ
- _সদরঘাট
- _ইপিজেড
- বাংলাদেশ
- _ঢাকা
- _চট্টগ্রাম
- _রাজশাহী
- _খুলনা
- _সিলেট
- _বরিশাল
- _রংপুর
- _ময়মনসিংহ
- জাতীয়
- রাজনীতি
- অর্থনীতি
- খেলাধুলা
- _ক্রিকেট
- _ফুটবল
- বিনোদন
- অন্যান্য
0 মন্তব্যসমূহ