চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সৃজনশীল মাসিক পত্রিকা ‘দখিনা’ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় দখিনা-আন্ত:বিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর ট্রফি উম্মোচন অনুষ্ঠান গত ১১ ফেব্রুয়ারী চট্টগ্রাম ক্লাব লিমিটেডের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করেন। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে এবং টুর্নামেন্টের সমন্বয়কারী সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাসিক পত্রিকা ‘দখিনা’ এর সহযোগী সম্পাদক ড. ইশরাত জাহান, বি.জি.সি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম. আবদুল হান্নান আকবর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ, সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, শাহজাদা আলম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সিজেকএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাশেম, জহির আহমদ চৌধুরী, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, মোঃ মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, মনোরঞ্জন দে, চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শর্মিষ্ঠা রায়, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দসহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ। এ টুর্নামেন্টে মোট ৭টি বিশ্ববিদ্যালয় দল অংশগ্রহণ করেছে। দলগুলো হল:- সাদার্ন ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উম্মোচনও করা হয় এবং প্রত্যক্ষ লটারীর মাধ্যমে গ্রুপিং নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, আগামী ১৩ ফেব্রুয়ারী ২০১৯ইং, সকাল ১০ টায় এম.এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান সৃজনশীল মাসিক পত্রিকা ‘দখিনা’ এর সম্পাদক প্রফেসর সরওয়ার জাহান। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে বর্তমান চ্যাম্পিয়ন সাদার্ন ইউনিভার্সিটি ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সিজেকেএস নির্বাহী কমিটি, ক্রিকেট কমিটি, কাউন্সিলর, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ এবং ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক আব্দুল হান্নান আকবর অনুরোধ জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ