কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে বাসে পেট্টোলবোমা নিক্ষেপে আটজনকে হত্যা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দিয়েছে আদালত।
এছাড়া
আগামী ২৫ ফেব্রুয়ারি এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ঠিক করে
দিয়েছে আদালত।
খালেদা
জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আলী
আকবর সোমবার শুনানি শেষে এ আদেশ দেন।
২০১৫ সালের ৩
ফেব্রুয়ারি জামায়াত-বিএনপির ডাকা অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে আইকন পরিবহনের
একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে আগুনে পুড়ে মারা যান আট যাত্রী। আহত হন আরও
২৭ জন।
এ ঘটনায় চৌদ্দগ্রাম
থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা
করেন।
দুটি মামলায় দুই বছর এক
মাস তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম।
মামলায় খালেদা জিয়াকে
হুকুমের আসমি করা হয়েছে। উভয় মামলায় তাকে আটক দেখানো হয়েছে।
জিয়া এতিমখানা ও জিয়া
দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা
জিয়া গত বছর ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরনো
কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে তাকে।
দণ্ডিত খালেদা জিয়া
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি। ৩০ ডিসেম্বর নির্বাচনে তার দল
বিএনপির ভরাডুবি হয়েছে।
বিএনপি দুর্নীতির
অভিযোগ তুলে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে।
/বিডিনিউজ২৪!
0 মন্তব্যসমূহ