মোহাম্মদ এরশাদঃ
বীর শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের মানুষের কাছে আজীবন স্বরণীয় হয়ে থাকবে
মহান আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোস্তবিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে অদ্য সকাল ৯ ঘটিকার সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, জব্বর, রফিক, বরকত এর আত্মত্যাগে আমরা সেদিন আমাদের মায়ের ভাষা বাংলা ফিরে পেয়েছি। বীর শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের মানুষের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। শহীদদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করতে হবে। সভা শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে র্যালী সহকারে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি ইফতেখার মহসিন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম, বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, সহ ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো: শহীদুল আলম শহীদ, মহিলাদল নেত্রী সেলিনা হক, বাঁশখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক, বিএনপি নেতা মোরশেদ তালুকদার, এডভোকেট আজিজুল হক, মান্নান তালুকদার, আমির হোসেন, মাষ্টার লোকমান হাকিম, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জামাল হোসেন, ওহিদুল আলম পিপলু, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এম হান্নান রহিম, আবদুর সবুর, তৌহিদুল আলম মাসুদ, মাহমুদুল ইসলাম,এরশাদ উল্লাহ, ইলিয়াস হায়দার, নাঈম উদ্দীন, নুরুল কবির রানা, আলমগীর খান, তৌহিদুল ইসলাম, আহমদ নুর, মো: দস্তগীর, হেলাল উদ্দীন, গাজী রিফাত, বাকি বিল্লাহ চৌধুরী, মাঈন উদ্দীন, আসিফ, আবদুল্লাহ, জয়নাল আবেদীন সহ প্রমুখ।
- হোম
- বাঁশখালী
- _পুকুরিয়া
- _সাধনপুর
- _খানখানাবাদ
- _বাহারছড়া
- _কালীপুর
- _বৈলছড়ি
- _কাথরিয়া
- _সরল
- _জলদী
- _গণ্ডামারা
- _শীলকূপ
- _চাম্বল
- _পুঁইছড়ি
- _ছনুয়া
- _শেখেরখীল
- কক্সবাজার
- _রামু
- _ঈদগাঁও
- _চকরিয়া
- _পেকুয়া
- _উখিয়া
- _টেকনাফ
- _কুতুবদিয়া
- _মহেশখালী
- চট্টগ্রাম
- _আনোয়ারা
- _বাঁশখালী
- _সাতকানিয়া
- _লোহাগাড়া
- _চন্দনাইশ
- _পটিয়া
- _কর্ণফুলী
- _সীতাকুন্ড
- _মীরসরাই
- _সন্দ্বীপ
- _বোয়ালখালী
- _হাটহাজারী
- _রাঙ্গুনিয়া
- _রাউজান
- _ফটিকছড়ি
- চট্টগ্রাম মহানগর
- _চান্দগাঁও
- _বন্দর
- _ডবলমুরিং
- _কোতোয়ালী
- _পাহাড়তলী
- _পাঁচলাইশ
- _বায়েজিদ বোস্তামী
- _পতেঙ্গা
- _হালিশহর
- _খুলশী
- _বাকলিয়া
- _কর্ণফুলি
- _চকবাজার
- _আকবর শাহ
- _সদরঘাট
- _ইপিজেড
- বাংলাদেশ
- _ঢাকা
- _চট্টগ্রাম
- _রাজশাহী
- _খুলনা
- _সিলেট
- _বরিশাল
- _রংপুর
- _ময়মনসিংহ
- জাতীয়
- রাজনীতি
- অর্থনীতি
- খেলাধুলা
- _ক্রিকেট
- _ফুটবল
- বিনোদন
- অন্যান্য
0 মন্তব্যসমূহ