জে এম নাঈম হাসানঃ
ভোলা বোরহানউদ্দীন মুন্সিরহাট সংলগ্ন আল - জামিয়াতুল আরাবীয়া ইমদাদুল উলুম মাদ্রাসার তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজ মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে তাফসীরুল কোরআন মাহফিল শেষ হয়েছে।
সমবার (৪ই ফেব্রুয়ারি ) সন্ধা হযরত মাওঃ মুফতি ফরিদউদ্দিন সাহব এর পরিচালনায় আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়।
মুনাজাতের শেষ বয়ানে করেন হযরত মাওঃ খোরশীদ আলম কাসেমী সাহেব , খতিব , আল্লহ করীম জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। মাওঃ খোরশীদ আলম কাসেমী বলেন। দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি পেতে হলে আল কোরআনের বিকল্প নেই। একমাত্র আল কোরআন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই খুন, হত্যা, রাহাজানী ও দূর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলা সম্ভব। তাই কোরআন ও হাদিস অনুযায়ী সকলকে ব্যক্তিগত জীবন পরিচালিত করে একটি সুখী, সমৃদ্ধশালী, ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে কাজ করে যেতে হবে।
আল- জামিয়াতুল আরাবীয়া ইমদাদুল উলুম মাদ্রাসার মাহফিল ।এলাকার প্রবীণ মুরব্বি আলহাজ্ব লোকমান হাওলাদার সভাপতিত্বে করেন ।
সমবার রাত সাড়ে ১১ টার দিকে শুরু হয় আখেরি মুনাজাত। মুনাজাত পরিচালনা করেন হযরত মাওঃ খোরশীদ আলম কাসেমী সাহেব।
মুন্সিরহাট আশে পাশের বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ মুসল্লি এ আখেরি মুনাজাতে অংশ নেন। আখেরি মুনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
0 মন্তব্যসমূহ