শাহারিয়ার আল হোসাইন (আলিফ)
তুমি বিধাতা
বানিয়েছ এই জগৎ
বাতাস-আলো...?
দিনে দুই বেলা,
দিন-রাত দিয়েছ
র্সূয চাঁদের আলো...!
কত সুন্দর বিশ্ব নগরী
সবই তোমার দান...?
কুটি ছাড়া বানিয়েছ
পৃথিবীর আসমান...।
সহজ-সরল বানী
দিয়েছ এই সুন্দর
বিশ্বের আগমনে...!
তুমি এই
জগৎএর মালিক
দাতা সেটি সবাই জানে...?
তুমি
দিয়েছ আবেগিত
মানব জাতীর সাজ...?
বিধাতা তুমি আছো
জানান দিতে দিয়েছ
পৃথিবী নামের ইতিহাস...।
সবার ডাকে
বারেবারে তুমি
কর মুদের মার্জনা...!
দঃখ-কষ্টে বিধাতা
তুমি দেখাও
সঠিক পথের দীসানা...।
0 মন্তব্যসমূহ