জে এম নাঈম হাসানঃ
ফেব্রুয়ারি মাসটিতে এই ৮ দিবস গুলোর মূল তাও ভালোবাসা কেন্দ্রিক। ভালোবাসা প্রকাশের জন্য বছরের একটা দিনের প্রয়োজন হয়না। বছরের প্রত্যেকটা দিনই চাইলে প্রত্যেকটা দিনই, প্রত্যেকটা মুহূর্তই ভালোবাসা যায়। যদিও এই দিনগুলির বেশীরভাগই আমাদের দেশে পালন করা হয়না। তবে ব্যাক্তিগত উদ্যোগে কেউ যদি এসব দিন পালন করতে চায় তবে তাকে কে করবে মানা!
ফেব্রুয়ারি মাস জুড়ে প্রেমিক প্রেমিকার যে ৮ দিবস পালন করি সে গুলো হলো।
* ফেব্রুয়ারি ৭- রোজ (rose) ডে
* ফেব্রুয়ারি ৮- প্রপোজ (propose) ডে
* ফেব্রুয়ারি ৯- চকলেট (chocolate) ডে
* ফেব্রুয়ারি ১০- টেডি (Teddy) ডে
* ফেব্রুয়ারি ১১- প্রমিজ (promise) ডে
* ফেব্রুয়ারি ১২- হাগ (hug) ডে
* ফেব্রুয়ারি ১৩- কিস (kiss) ডে
* ফেব্রুয়ারি ১৪- ভ্যালেন্টাইন (valentine) ডে।
এই হচ্ছে আজকাল ভালোবাসার মানুষের জন্য স্পেশাল দিন, হিসাবে আমরা পালম করি।
১. প্রেয়সীকে একটা গোলাপ দিতে কোন আলাদা 'রোজ ডে' লাগে না যদি ভালোবাসা টা সত্যি হয়।
২. ভালোবাসার মানুষকে একবার ভালোবাসার প্রস্তাব দিতে আলাদা কোন 'প্রপোজ ডে' লাগে না যদি ভালোবাসা খাদ মুক্ত হয়।
৩. ভালোবাসার মানুষকে ভালোবেসে চকলেট দিতে আলাদা কোন 'চকলেট ডে' লাগে কি? কখনোই না!
৪. ভালোবাসার মানুষকে একটা টেডিবিয়ার কিনে দিয়ে ছোট বাচ্চা দের মত খুশি করতে আলাদা কোন 'টেডি ডে' দরকার পড়ে না।
৫. ভালোবাসার মানুষকে আজীবন ভালোবাসার প্রতিশ্রুতি দিতে আলাদা কোন 'প্রমিজ' দরকার পড়ে না।
৬. আপনজনের সান্নিধ্যের নতুন আলো পথ দেখায় নতুন আঙ্গিকে। ’হাগ ডে’। বাংলা করলে যা দাঁড়ায়- ’আলিঙ্গন দিবস’। আর সে আলিঙ্গনটি হতে পারে প্রিয় মানুষ, প্রিয় প্রাণীটির সঙ্গেও।
৭. প্রেয়সী কে একবার ভালোবেসে তার ঠোঁট স্পর্শ করতে আলাদা কোন 'কিস ডে' এর প্রয়োজন পড়ে কি??
৮. প্রেয়সী কে ভালোবাসার কথা জানাতে কি শুধু বছরে একটি দিনই হয়?? আর কোন দিন কি বলা যায় না?? ভালোবাসা দিবস কি একটাই?? পুরো বছরে কি আর ভালোবাসার কথা বলা যায় না??
প্রকৃত ভালোবাসা মানে না কি কোন আলাদা দিন।নির্দিষ্ট একটি দিনে সীমাবদ্ধ থাকে হয়। বেঁচে থাকুক ভালোবাসা সারাটা বছর জুড়ে। শুধু নির্দিষ্ট কয়েকটি দিবসকে কেন্দ্র করে নয়, জীবনের প্রতিটি মাস, ক্ষণ ভরে থাকুক শুধু আনন্দে উচ্ছ্বাসে আর নিরন্তর ভালোবাসায়। ভালোবাসায় পূর্ণ হোক সবার হৃদয়।
0 মন্তব্যসমূহ