শারীরিকভাবে অক্ষম ও বয়স্ক বন্দীদের মুক্তি দেয়ার বিষয়টি বিবেচনার জন্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে
জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার
সচিবালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সার্বিক
শৃঙ্খলা ও আনুষঙ্গিক বিষয়ে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জাহালমের
মতো অনেক ঘটনা ঘটে। নিউজও হয়। এভাবে বিনা বিচারে কারাগারে কত মানুষ আছে
সেই বিষয়ে তদন্ত করবেন কিনা-জানতে চাইলে স্বরাষ্ট্র্রমন্ত্রী বলেন, ‘আমাদের
জেলখানায় কিন্তু একটা সংস্থা আছে, যারা নাকি এ ধরনের কোনো ভিকটিম যদি থাকে
তাদের সবসময় আইডেনটিফাই (চিহ্নিত) করার চেষ্টা করে থাকে। সেগুলো অব্যাহত
আছে, সেগুলো চলছে।’
তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ-ও
নির্দেশনা দিয়েছেন যারা নাকি অচল হয়ে গেছে, দীর্ঘদিন জেলখানায় থেকে
ফিজিক্যালি (শারীরিকভাবে) অচল হয়ে গেছে, এদের কনসিডার করার জন্য। মাননীয়
প্রধানমন্ত্রী এদের আইডেনটিফাই করে রিলিজ দেয়া যায় কিনা সেই ব্যবস্থা করার
কথা আমাদের বলেছেন।’
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘কেউ বিনা
বিচারে আটকে থাকবে সেটা আমাদের কাম্য নয়। যেই (বিনা বিচারে জাহালমের ৩ বছর
কারাবন্দি) ঘটনাটি ঘটল, সেই ঘটনায় কে দায়ী তা খতিয়ে দেখা হচ্ছে। নিশ্চয়ই
এজন্য দায়ী ব্যক্তিকে অনুসন্ধান করে বের করে ব্যবস্থা নেয়া হবে।’
/জনকন্ঠ!
0 মন্তব্যসমূহ