চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
সরেজমিনে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি চন্দনাইশ উপজেলায় বরকল ইউনিয়নের পশ্চিম কানাই মাদারী শেখ চাঁদের পাড়া গ্রামে ৩নং ওয়ার্ডে খেলতে গিয়ে পুকুরে ডুবে একই পরিবারে ৩ ভাইয়ের ৩ শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো কাউছার আলমের ছেলে তাহাছিন আলম রিপতি (৪), হেলাল উদ্দিনের ছেলে সিবাতুল ইসালম আবীর(৫) ও ছেলে মঈনুল ইসলাম আরিয়ান (৩)। সম্পর্কে তারা একে অপরের চাচাতো জেঠাতো ভাই।
এ ব্যাপারে জানতে চাইলে বরকল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনছারুল হক বলেন, আজ দুপুরে বাড়ির তিন শিশু পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে। পরে না পেয়ে পুকুর পাড়ে তাদের স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ করে। তারা পুকুরে নেমে তিনজনকে উদ্ধার করে। এরপর প্রথমে আনোয়ারা হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, চন্দনাইশের এলাকায় বাবু মেম্বারের বাড়িতে পুকুরে ডুবে অসুস্থ হয়ে পড়ে ৩ শিশু। পরে দুপুর ৩টার দিকে ৩ শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
স্বজনদের কাছে তিন শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
/চাটগাঁর সংবাদ!
0 মন্তব্যসমূহ