এম মনিরঃ
অমর একুশে বইমেলায় আসছে কবি নূর মুহাম্মদের কাব্যগ্রন্থ ‘মনোলোভা নিশি’। মনোলোভা নিশি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। মহান একুশে বইমেলা ২০১৯ খ্রিষ্ঠাব্দে পায়রা প্রকাশনী কর্তৃক প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে ২০১৮ খ্রিষ্টাব্দে এক্সেপশণ প্রকাশনা কর্তৃক তার প্রথম কাব্যগ্রন্থ "লাল সবুজের প্রেম" প্রকাশিত হয়।
একসময় ছাত্রজীবন থেকেই লেখালেখিতে অব্যস্থ ছিলেন তিনি। সংসার জীবনের নানা প্রতিকুলতায় ২০০৩ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ ১ যুগের বেশী সময় ধরে লেখালেখি বন্ধ ছিল। ২০০২ খ্রিষ্ঠাব্দে জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান স্মৃতিচারণে রচিয়ত "তুমি ছিলে তাই" কবিতাটি দেশ বরেণ্য কবি আল মাহমুদ ও সামশুর রহমানের লেখার পাশাপাশি জাতীয় দৈনিক ইনকিলাবে প্রকাশিত হয়।
২০১৬ সালের শেষ অবধি বিভিন্ন সাময়িকীতে, অনলাইনের সুবাদে আবারো লেখালেখি শুরু করেন।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা গ্রামে কবি নুর মুহাম্মদের জন্ম। বর্তমানে তিনি একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছেন।
এবারের বইমেলায় পাওয়া যাবে কবি'র "মনোলোভা নিশি" কাব্যগ্রন্থটি। পায়রা প্রকাশনা কতৃক কাব্যটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন এমদাদ আরেফিন। ঢাকা গ্রন্থমেলা ছাড়াও বইটি চট্টগ্রামের বইমেলায়ও পাওয়া যাবে পায়রা প্রকাশনার স্টলে এবং নিজ এলাকায় কাথরিয়া বাজারে সকল বইয়ের দোকানে বই টি পাবেন।
0 মন্তব্যসমূহ