ভালোবাসা দিবসকে ঘিরে ভালোবাসার স্মৃতিচারণা, কবিতা আবৃত্তি, গান, ভালোবাসার চিঠি পাঠ ও ভালোবাসার দাবিনামা উপস্থাপনসহ নানা অনুষ্ঠান হয়।
এসব অনুষ্ঠানের ফাঁকে ব্যতিক্রমী এক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সিঙ্গেল ঐক্য পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব ভালোবাসা দিবসের নামে অশ্লীলতা প্রতিরোধে এ কর্মসূচি পালন করে তারা।
বিক্ষোভ মিছিলটি চাকসু ভবন শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
এসময় মিছিলে অংশ নেয়া সিঙ্গেলরা ‘কেউ পাবে কেউ পাবে না- তা হবে না, তা হবে না’ ‘চবির মাটি সিঙ্গেলদের ঘাঁটি’সহ নানা স্লোগান দিতে থাকেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্বিবদ্যালয় সিঙ্গেল ঐক্য পরিষদের নেতা সাইফুল ইসলাম বলেন, আমরা ভালোবাসা দিবসের বিপক্ষে নয় ভালোবাসা দিবসের নামে অশ্লীলতায় আমরা বিশ্বাস করি না। এটি হচ্ছে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন। আমরা ক্যাম্পাসে ভালোবাসা দিবসের নামে অশ্লীলতার বিরুদ্ধে লড়ছি। আমাদের ডাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব সিঙ্গেল এক হয়েছে। মূলত আমরা ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসে সৃষ্ট অশ্লীলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি।’
/সিটিজি টাইমস!
0 মন্তব্যসমূহ