মুহাম্মদ মোবারক আলী আবির
পুড়লো গাড়ি পুড়লো বাড়ি
ঢাকার চকবাজারে,
কত মায়ের সন্তান পুড়লো
সেই ভয়াবহ অনলে।
কত জনে দগ্ধ হলো
হারালো হাত পা,
কেউ আবার করছে
স্বপ্ন ভাঙ্গার কান্না।
সিঁড়ি বেয়ে পারেনি নামতে
গর্ভবতী মহিলাটি
ভালোবাসার দিল প্রমাণ
সেই মহিলার স্বামীটি
গর্ভধারিণী মুচকি হেসে বলে,
ওগো যাও না তুমি চলে,
স্বামী বলে কেমন করে যায়
বল তোমায় ফেলে।
ছোট ছোট শিশু গুলো
গেলো মা বাবার সাথে,
জানতোনা তারা আসবেনা আর
আপন সুখের ঘরে।
শখ করে ছেলে বলে বাবাকে
খাব আমি বিরানি,
বিরানি হাতে বাবা আছে
কিন্তু ছেলের দেখা মিলেনি।
এক ভাইয়ের সন্ধ্যান নিতে
ছুটে এলো আরেক ভাই,
লাশ পেয়ে জানায় পরিবারে
আমার ভাই আর বেঁচে নাই।
হিংস্র অনল দহনিতে
পুড়লো না আল কোরআন,
খোদার দেয়া আসমানি গ্রন্থ
এটাইতো হকের বিধান।
0 মন্তব্যসমূহ