পলাতক


জোহান কুতুবী
কাল আমার ফাঁসি—
আমি মরে যাবো,
এইবোধ জাগ্রত হতেই চামড়ার প্রদেশে ছুটে বেড়াচ্ছে রক্ত
এক ক্ষয়প্রাপ্ত জীবনের মানুষ আমি—
তাড়া খাওয়া এই জীবন নিয়ে—
নিজেকে মনে হচ্ছে ক্যান্টিনের টুংটাং শব্দের ওভারড্রেন
.
সেদিন পৃথিবী তার কক্ষপথ হতে ছিটকে গেছে—
রাত বারোটার কাটা ধরে— গোছাগোছা চুল-দাড়ি সমেত
আমিও পালিয়েছি জেল হতে— ক্ষত দেহে
এক ভয়ংকর ফাঁসির আসামি— সুড়ঙ্গপথ ধরে
আমার উপর ঝুলছিল তিনটে খুন ও চারটে ধর্ষণ মামলা—
এদিকে হন্য হয়ে খুঁজছে রাষ্ট্রের পুলিশ
পত্রিকার হেড লাইন হয়ে গেছি আমি—
মানুষের মুখেমুখে ফিরছে— আমার খবর
য্যানো হিংস্র ক্ষুধার্ত এক বাঘ—
চিড়িয়াখানা হতে পালিয়ে ঢুকে পড়েছি জনপদে— আপাত গা ঢাকা
সুযোগ পেলেই হামলে পড়ব পৃথিবীর উপর
য্যানো বিস্তর সাইকোপ্যাথ খুনি এক—
জগতের সমস্ত অপরাধী মানুষের পিতার দায় কাঁধে নিয়ে
.
মানুষ ভাবছে, আমি এক কামড়ে দেয়া পাগল
অথচ দেখেছি— আমাদের শহর শান্তিপূর্ণ এবং বেপরোয়া, উৎপ্রেক্ষার মত—
রণহুঙ্কার ছাড়ে প্রতিদিন
.
এরও আগে পালিয়ে বেড়াতাম আমি—
দারাপরিবার হতে, প্রেমও প্রণয় হতে— জনপদ হতে, বিচ্ছিন্ন একাএকা
এখন জীবনকে মনে হচ্ছে, দুর্দান্ত এক ছুটে চলা মোটরবাইক
আপাত পড়ে আছি বিদ্ঘুটে রাস্তায়— কয়েদীর ছিন্নবস্ত্রে— যাত্রীছাউনিতে
তার আগেই পাশ ঘেষে— তুমুল ধুলোঝেড়ে, চলে গেছে একটা পুলিশভ্যান
স্পিড়ব্রেকার মেপে—

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ