মোহাম্মদ এরশাদঃ
গত ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময়
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন ঢাকায়
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও "মানবাধিকার বাস্তবায়নে আমাদের করণীয় " শীর্ষক "আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা ২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আসকের মাননীয় চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা জনাব মোঃ এনামুল হক এনাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও মাননীয় সচিব বীর মুক্তিযুদ্ধা জনাব মোঃ সোহরাব হোসেন,
শুভেচ্ছা বক্তব্য রাখছেন,আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাননীয় জনাব মোঃ সামশুল হক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মাননীয় ডেপুটি এটর্নী জেনারেল অব বাংলাদেশ জনাব কামরুল হাসান খাঁন আসলাম,
ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক জনাব প্রফেসর আবেদ আলী,
আসক সিনিয়র সহ সভাপতি জনাব রুহুল আমিন জয়নাল, আনসার ও ভিড়িপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক জনাব মাহাবুর আলম শেখ রাসেল,
আসক পরিচালক জনাব আহম্মদ হোসেন চাঁন,
আসক পরিচালক জনাব মোঃ তানবীরুজ্জামান মাসুম, ডেভেলপমেন্ট ফর ডিজাবল চিলড্রেন এন্ড উইমেন এর প্রধান নির্বাহী জনাব মোঃ মনির হোসেন,
আসক অতিরিক্ত নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজলের সার্বিক তত্বাবধানে বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আসকের দায়িত্বশীলবৃন্দ মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা,পদক, সম্মাননা ক্রেস্ট, লিটার ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয়।
এদিকে বিভিন্ন জেলা-উপজেলার দায়িত্বশীলদের সম্মাননা ক্রেস্ট প্রাপ্তদের মাঝে আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একজন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ মানবাধিকার কর্মী হিসেবে বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নের জালিয়াঘাটা ৮ নং ওয়ার্ড়ের কৃতি সন্তান সাংবাদিক মুহাম্মাদ সাঈদুল ইসলামকেও আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর অতিরিক্ত নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তিনি অধিকার বঞ্চিত মানবতার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ও সবার কাছে দোয়া চান।
0 মন্তব্যসমূহ