আবদুল মতলব কালুঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে বঙ্গবন্ধু পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে কালীপুর ৯নং ওয়ার্ডের ফকির পাড়ায় রওশনজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আ.ন.ম. শাহাদত আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, স্থানীয় যুবলীগ নেতা ও সমাজ সেবক ছিদ্দিক আহমদ, মোঃ মালেক, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আ.ন.ম ফরহাদুল আলম, সাবেক ছাত্রনেতা ও ইউপি সদস্য সফিকুল আলম, ইউপি সদস্য সানন্দ রুদ্র, নুরুল মোস্তফা, আনোয়ার আজিম, জাহাঙ্গীর আলম, মোঃ নোমান, সালাহ উদ্দিন, মোঃ ছগির, শুক্কুর প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নেতৃত্বে দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীনতার সুফল লাভ করেছে। সেই স্বাধীনতার যাতে খর্ব না হয় সেদিকে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীনতার মান অক্ষুন্ন রাখতে হবে। বঙ্গবন্ধু তনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তাছাড়া মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবানও জানান বক্তারা।
0 মন্তব্যসমূহ