বাঁশখালী অটোরিক্সা পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মুনছুর সভাপতি বদিউল আলম সম্পাদক

মোহাম্মদ এরশাদঃ
 ২৬ ফ্রেব্রুয়ারী বাঁশখালী অটোরিক্সা পরিবহন  শ্রমিক ইউনিয়ন ত্রি- বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যোদিয়ে সুষ্ঠ সুন্দর ভাবে ৫ নং কালীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হলরুমে সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পযন্ত সর্বমোট ৮৬১ সদস্যের মধ্যে ৬৯৮  জন সদস্য  ভোটাধিকার প্রদান করেন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পদনের যথাযথ সহায়তা করেন কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম ও টি ইউ সি চট্টগ্রাম জেলা সভাপতি ও ইউনিয়নের উপদেষ্ঠ্যা  শ্রম আদালতের সদস্য তপন দক্ত, শাহাজাহান খান, প্রিজাইডিং অফিসার হিসাবে  ছিলেন কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নারায়ন সরকার,  বেলাল হোসেন,
তপন ধর,স্বপন কান্তি বিশ্বাস, নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন  মোহাম্মদ মুনছুর  বদিউল আলম।
এছাড়া  সহ-সভাপতি মাহামুদুল ইসলাম নির্বাচিত হন।
সভাপতি পদে মোহাম্মদ মুনছুর
 ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী  মোহাম্মদ আনছার ৩০৬ ভোট পান।

 সহ-সভাপতি মাহামুদুল ইসলাম ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী মামুন মিয়া পান ২১৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে  বদিউল আলম ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মোঃ সোহাগ মিয়া পেয়েছেন ২৪৭ ভোট।
সহ- সম্পাদক পদে জসিম উদ্দিন ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বি নুরুল আজীম এনাম  ২৭৩ ভোট পান।
অর্থ সম্পাদক পদে মোক্তার আহমদ ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আবদুল গফুর পান ২১৬ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইউসুপ ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী কাজল চৌধুরী পান ১৩৬ ভোট।
দপ্তর- সম্পাদক পদে আবদুর রহিম ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মনির আহমদ (মনু) পান  ২৪৬ ভোট।
সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা  প্রতিদ্বন্দ্বীতায়  মোহাম্মদ নাছির একক বাবে নির্বাচিত হয়।
ক্রীড়া সম্পাদক পদে আবু ছালেক ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী নুরুল মোস্তফা পান ১৯৬ ভোট।
কার্যনির্বাহী সদস্য আবদুর রহিম  বাহাদুর (২৯৬), মোহাম্মদ মহিউদ্দিন (২৩২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনটি পরিচালনা করেন নির্বাচন কার্যকরী সাব কমির্টির চেয়ারম্যান মোঃ নুরুল কবির ও সদস্য-সচিব মোঃ আলাউদ্দীন, সদস্য মোঃ আব্দুর ছাক্তার, আব্দুর রহিম, মোঃ ওয়াহিদুল আলম প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ