গাজী গোফরান
এক নারীতে জীবন যাবে
এমন কোনো কথা আছে?
এই জীবনে নত হবো
হাজার হাজার নারীর কাছে।
আজন্ম এক নারী প্রেমিক
হতে আমি জন্মেছি।
মর্তে যাবো নারীর জন্য
মরতে ভেবে জন্মেছি।
যে নারীটি রুপার মতো
সেই নারীটির পায়ে
প্রেমের প্রসাদ রেখে বলবো
এসো বুকের বায়ে।
যে নারীটি গল্প লিখে
নিজের ব্যাথা জমিয়ে।
সেই নারীটির প্রেমে দেবো
আমার সবই থামিয়ে।
যে নারীটি দেখতে কালো
হরিণ হরিণ চোখ দুটি।
সেই নারীটির প্রেমে পড়তে
করবোনাকো ভুল ত্রুটি।
যে নারীটি কুলবধূ খুব
স্বামী সেবাই ধর্ম।
সে নারীকেও বুঝিয়ে দেবো
আমার প্রেমের মর্ম।
যে নারীটি লুতুপুতু খুব
প্রেমের নামে যায় গলে।
সেই নারীটির প্রেমে হবো
মাছের মতো খলবলে।
যে নারীটি বালিকা
শরীর পায়নি পূর্নতা।
সেই নারীরও মনে আমি
তুলবো প্রেমের বন্যতা।
যে নারীটি বিদ্রোহী খুব
প্রেম পীড়িতি বুঝবে না।
সেই নারীকেও এমন করবো
আমায় ছাড়া বাচবে না।
যে নারীটির চরিত্রে দোষ
পাড়ায় ঘরে ঢি ঢি।
সেই নারীটির প্রেমে পড়ে
করবো আমি টি টি।
ছ্যাবলা বলুক হ্যাংলা বলুক
যায় আসে না কিছু।
জন্ম থেকে মৃত্যু আমি
ছুটবো নারীর পিছু।
নারীর প্রেমে ডুববো আমি
নারীর প্রেমে ভাসবো।
নারীর প্রেমের দাসত্বতেও
জয়ীর মতো হাসবো।
0 মন্তব্যসমূহ