জাহেদুল ইসলাম মিরাজঃ
যদি জীবনের চরম সত্যিটা মিথ্যে হয়ে যেত, যদি নিতর দেহটাতে আবার সম্পন্দন পিরে আসতো।হাজারো মানুষের ভালোবাসায় আবারো চোখ মেলে পৃথিবীর নতুন ভোরের আলোতে তুমি দেখতে পেতে কাছের মানুষ গুলো এখনো তোমার প্রতিক্ষায়,তোমার খেলার সাথিরা এখানো তোমার অপেক্ষায় কখন আসবে তুমি,আবার কখন এসে সবাইকে দুষ্টামিতে মাথিয়ে তুলবে,কখন এসে সবার সাথে একের পর এক মিষ্টি মিষ্টি কথা বলে সবাইকে মুগ্ধা করবে।সীমানার ওপারে তোমার আনন্দ মাখা সময় টুকু যাক বারে বারে। আমাদের হৃদয়ে সারা জীবন আমর হয়ে থাকবে তুমি।তোমার আনন্দ মুখর পরিবেশটা অসমাপ্ত করলে কেন সিদরাতুলমুনতাহা এত অকালে সমাপ্ত করে চলে গেলে।বুকের বিতর কতখানি ভালোবাসা জমে আছে সেটা যদি দেখানো যেত এখন তো তুমি সৃতি হয়ে রয়ে গেলে, যদি পারো দেখে নিও তোমার ভাইয়ের এই হৃদয় নিঙ্গড়ানো ভালোবাসা।
তোমার সর্বশেষ কথাটা আজো কানে ভাসে,তুমি ভাইয়ার সাথে দুষ্টামি করতেছো কেন?জবাবে তুমি বলে ছিলে সরি ভাইয়া আর করবো না।এই আর করবে নাযে জীবনে শেষ বলা জানতাম সারাক্ষণ তোমার সাথে দুষ্টামিতে মেতে থাকতাম।বাইরে থেকে এসে তোমার মুখ খানি দেখতাম কত আদর করতে তুমি তোমার ভাইয়া কে এখন কে আদর করবে বলো। এখন তোমাকে ছাড়া বড় একা একা লাগেরে ।তারপরও তো মেনে নিতেই হবে এটাই যে পৃথিবীর নিয়ম আল্লাহ তার মা বাবাকে ধৈর্যধারন করার তাওফিক দান করুণ আমিন।
0 মন্তব্যসমূহ