প্রিয়া দত্তঃ
একটা সময় ছিল যখন চুলের বেনী ঝুলতো কোমরে ,চিঠিতে হাতের লেখা পড়েই জাগতো প্রেম,
ভার্জিনিটি নিয়ে প্রশ্ন করতে ভয় পেত জল জ্যান্ত জীবেরা,
এখন উভয় লিঙ্গের ক্রাশ এর সংখ্যা গুনলে ক্যালকুলেটার লাগবে,
তাও প্রায় তেত্রিশ কোটি,
অনুভুতি আবেগ যেন কোথায় একটা আটকে গেছে,বিগত শতাব্দী যাবৎ কেউ টেনে এনে সামিল করতে পারছে না মানব রক্তে,
যান্ত্রিকতা মানবতা কখনো মেশে না,
একটা পাত্রে তেল জল এক সাথে হাতে হাত ধরে খেলে না কখনো,শুধু চাওয়া পাওয়াতে সীমাবদ্ধ সবটা,আমরা নিজেরা ভালোবাসার ঘোরে বুদ, অন্ধ হয়ে থাকি ,
নিজেদের দেখি না বছর বছর,উল্টো দিকের মন পড়বো কেমন করে ???
ও আপনার টুথ ব্রাশের রং জানে,
আপনার মাসিকের ডেট আপনার আগে গর গর করে বলে,
আপনার গালের ব্রনো তে কবে কোথায় বসে হাত বুলিয়ে দিয়েছিল তাও ওর মনে আছে ,
তবে ওকে ফোনে না পেয়ে,সারা রাত বালিশ কামড়ে পড়ে থাকার কথা ও জানে ?
আপনি হঠাৎ কেন হেসে ওঠেন ও জানে ?
আপনি পথে দাঁড়িয়ে ছটফট করে পাগলের মতো মুখের নর্দমা কেন খুলে দেন ওর ওপর
ও বোঝে ???বিছানা গরম হওয়ার শেষে কেন চোখ ভিজে যায় তার উত্তর আছে ওর কাছে ???
ওকে দেখিয়েছেন আপনারর বেআব্রু অতীত ,
নষ্ট বর্তমান আর টলমল ভবিষ্যৎ ???
আপনার সমস্ত কষ্টের শেষ ঠিকানা
বাথরুম,
বেডরুম,
অন্ধকার ড্রয়িংরুমের দোল দোল চেয়ার টা,ও জানে ???
প্রথম দেখায় যে আপনাকে গঙ্গা নামে ডেকেছিল,
নীলার বাড়িতে আপনারর নগ্নতা আঁকড়ে সে কেন ভার্জিনিটি কে বিষয় করে নীল আলোকে সাক্ষী করে "কন বানেগা কোটিপতি" খেলেছিল ?
সে প্রশ্ন করেছেন কখনো ও ???
ছেলে হলে নাম রাখবে জুজু ,
মেয়ে হলে তিতি,ক্লাস নাইনে পড়তেই ঠিক করে রেখেছিলেন,সবটা বলেছেন ওকে ?
না,
ও এসব কিছু জানে না,
একটা কথাও বলেন নি ওকে আপনি,
চোখে জল এলো কেন ?
পেঁয়াজ কাকড় নাকি ধুলো ,
কারন কোনটা ???
ভালোবাসা কেমন করে বোঝান বলুন দেখি ??
কল খুলে দেন ?? ঝর ঝর করে ভালোবাসা ঝরতে দেখে সে ?
হাউমাউ করে কাঁদেন , সে আপনার চিৎকারে ভালোবাসা খুঁজে পায় ?? নাকি নোনা জলে ?
যন্ত্রনায় মানুষ শহর দুটোই ছাড়ন ?
নাকি তার জামা ধরে লুটিয়ে পড়েন ??
আমরা বড্ড সাদা কালো জানেন ??
কিন্তু
আমরা রং ভালোবাসি ভীষন,
তবু নিজেদের রাঙাই না,
আমরা বাসা বাঁধার খাঁচা পাল্টাই বারবার ,
সম্পর্কের সাথে সাথে নিজেরা মর্গে চলে যাই একদিন, পচা গন্ধে ম ম করে মন,
তবু কোন মতে ভালোবাসা র ধরন টা পাল্টাই না,
একটা সময় ছিল যখন চুলের বেনী ঝুলতো কোমরে ,চিঠিতে হাতের লেখা পড়েই জাগতো প্রেম,
ভার্জিনিটি নিয়ে প্রশ্ন করতে ভয় পেত জল জ্যান্ত জীবেরা,
এখন উভয় লিঙ্গের ক্রাশ এর সংখ্যা গুনলে ক্যালকুলেটার লাগবে,
তাও প্রায় তেত্রিশ কোটি,
অনুভুতি আবেগ যেন কোথায় একটা আটকে গেছে,বিগত শতাব্দী যাবৎ কেউ টেনে এনে সামিল করতে পারছে না মানব রক্তে,
যান্ত্রিকতা মানবতা কখনো মেশে না,
একটা পাত্রে তেল জল এক সাথে হাতে হাত ধরে খেলে না কখনো,শুধু চাওয়া পাওয়াতে সীমাবদ্ধ সবটা,আমরা নিজেরা ভালোবাসার ঘোরে বুদ, অন্ধ হয়ে থাকি ,
নিজেদের দেখি না বছর বছর,উল্টো দিকের মন পড়বো কেমন করে ???
ও আপনার টুথ ব্রাশের রং জানে,
আপনার মাসিকের ডেট আপনার আগে গর গর করে বলে,
আপনার গালের ব্রনো তে কবে কোথায় বসে হাত বুলিয়ে দিয়েছিল তাও ওর মনে আছে ,
তবে ওকে ফোনে না পেয়ে,সারা রাত বালিশ কামড়ে পড়ে থাকার কথা ও জানে ?
আপনি হঠাৎ কেন হেসে ওঠেন ও জানে ?
আপনি পথে দাঁড়িয়ে ছটফট করে পাগলের মতো মুখের নর্দমা কেন খুলে দেন ওর ওপর
ও বোঝে ???বিছানা গরম হওয়ার শেষে কেন চোখ ভিজে যায় তার উত্তর আছে ওর কাছে ???
ওকে দেখিয়েছেন আপনারর বেআব্রু অতীত ,
নষ্ট বর্তমান আর টলমল ভবিষ্যৎ ???
আপনার সমস্ত কষ্টের শেষ ঠিকানা
বাথরুম,
বেডরুম,
অন্ধকার ড্রয়িংরুমের দোল দোল চেয়ার টা,ও জানে ???
প্রথম দেখায় যে আপনাকে গঙ্গা নামে ডেকেছিল,
নীলার বাড়িতে আপনারর নগ্নতা আঁকড়ে সে কেন ভার্জিনিটি কে বিষয় করে নীল আলোকে সাক্ষী করে "কন বানেগা কোটিপতি" খেলেছিল ?
সে প্রশ্ন করেছেন কখনো ও ???
ছেলে হলে নাম রাখবে জুজু ,
মেয়ে হলে তিতি,ক্লাস নাইনে পড়তেই ঠিক করে রেখেছিলেন,সবটা বলেছেন ওকে ?
না,
ও এসব কিছু জানে না,
একটা কথাও বলেন নি ওকে আপনি,
চোখে জল এলো কেন ?
পেঁয়াজ কাকড় নাকি ধুলো ,
কারন কোনটা ???
ভালোবাসা কেমন করে বোঝান বলুন দেখি ??
কল খুলে দেন ?? ঝর ঝর করে ভালোবাসা ঝরতে দেখে সে ?
হাউমাউ করে কাঁদেন , সে আপনার চিৎকারে ভালোবাসা খুঁজে পায় ?? নাকি নোনা জলে ?
যন্ত্রনায় মানুষ শহর দুটোই ছাড়ন ?
নাকি তার জামা ধরে লুটিয়ে পড়েন ??
আমরা বড্ড সাদা কালো জানেন ??
কিন্তু
আমরা রং ভালোবাসি ভীষন,
তবু নিজেদের রাঙাই না,
আমরা বাসা বাঁধার খাঁচা পাল্টাই বারবার ,
সম্পর্কের সাথে সাথে নিজেরা মর্গে চলে যাই একদিন, পচা গন্ধে ম ম করে মন,
তবু কোন মতে ভালোবাসা র ধরন টা পাল্টাই না,
0 মন্তব্যসমূহ