গাজী গোফরানঃ
পৃথিবীর আর কোন দেশে সেই দেশের জাতির পিতাকে 'জাতির পিতা' বলতে সাধারণ জনগন দ্বিধায় ভোগে না। তবু আমরা বাঙ্গালিরা আবার এই ক্ষেত্রে খুব সেনসিটিভ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে আমরা জাতির পিতা বলার আগে ১০০ বার চিন্তা করি যে আমি আবার পলিটিক্যাল হইয়া গেলাম কিনা, আমার সুশীল তকমা হারাইয়া গেল কিনা, আমার দুই কূল বাঁচাইয়া চলার বারোটা বাজলো কিনা।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মত এত মহান একজন মানুষের এতে কিছুই যায় আসে না। যতদিন এই বাংলা থাকবে, যতদিন পদ্মা-মেঘনা-যমুনা বইবে বাংলার বুক চিড়ে, যতদিন বাংলার ঘাস-ফুল-পাখি থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে। যতবার মুক্তিযুদ্ধ হবে, যতবার জনতা গর্জে উঠবে, যতবার আমরা স্বাধীনতা পাবো ততবার জেগে উঠবে বঙ্গবন্ধুর চেতনা।
0 মন্তব্যসমূহ