সারা আনোয়ারা'র ৩য় বর্ষপূর্তি উদযাপন এবং পুরস্কার বিতরণ সম্পন্ন !!

মোহাম্মদ এরশাদঃ
আনোয়ারা থানার অন্যতম শিক্ষা,  সামাজিক, মানবিক ক্রীড়া ও সংবাদ মাধ্যম "সারা আনোয়ারা'র ৩য় বর্ষপূর্তি উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল নগরীর অভিজাত একটি রেস্টুরেন্টের হলরুমে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয় ৷


হাফেজ মোঃ জাহেদের  কোরআন তেলাওয়াতের মাধ্যমে  শুরু হয় এই অনুষ্ঠান ৷ সারা আনোয়ারা'র সহ- সভাপতি দ্বীপাল চন্দ্র শীলের সভাপতিত্বে এবং মোঃ পারভেজ , শারমিন জাহান, মোহাম্মদ করিমের  সঞ্চালনায় উক্ত আয়োজনের মধ্যে ছিলো সাংষ্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, ও পুরষ্কার  বিতরণ ৷
সাংষ্কৃতিক পর্বে ছিলো নাচ, গান, কবিতা আবৃত্তি ও নাটিকা , যাতে অংশগ্রহণ করেন সারা আনোয়ারা'র সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানের ২য় পর্ব আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন , সাংবাদিক আনোয়ারুল হক , সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক এম আলী হোসেন, সাংবাদিক এম এ ছবুর, আলী নুর জেমস, এ এইচ এম নিজাম চৌধুরী, মোজাফফর আহমেদ, ফয়সাল হোসাইন, নওশাদ আলী , মোবারক হোসাইন প্রমূখ৷

সারা আনোয়ারা'র হয়ে  স্বাগত বক্তব্য রাখেন  দ্বীপাল চন্দ্র শীল, শাহনাজ বেগম, মোঃ ছলিম আল আনোয়ার, মোঃ শওকত আলী পারভেজ, মোঃ মনজুর আলম, জামিল উদ্দীন প্রমূখ৷

অনুষ্টানে আনোয়ারার বিভিন্ন সামাজিক সংগঠন  সারা আনোয়ারা'র পৃষ্ঠপোষক  আবদুল  মালেক চৌধুরী'র হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান৷ সংগঠন গুলোর মধ্যে ছিলো স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, দেশী হোপ ফাউন্ডেশন, স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন, আনোয়ারা নিউজ পোর্টাল, হেটিখাইন ইউনাইটেড ক্লাব, দূর্বার বারখাইন,  খোর্দ গহিরা ব্রাইট ফিউচার  অর্গানাইজেশন সহ অন্যান্য সংগঠন ৷

অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয় ৷

সাংবাদিকতায় আনোয়ারা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নুরুল ইসলাম এবং  দুজন তরুণ সাংবাদিক সুমন শাহ ( কালের কন্ঠ) , রেজাউল করিম সাজ্জাদ ( সী প্লাস) কে  সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সামাজিক কাজে অসামান্য অবদানের জন্য তিনটি সংগঠনক স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, দেশী হোপ ফাউন্ডেশন, স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনকে  সম্মাননা স্মারক  এবং আনোয়ারার দুটি পাঠাগার'কে সৌজন্যমূলক বই প্রদান করা হয় ৷
 এছাড়াও অসামান্য  পারফরমেন্সের জন্য সদস্যদের মাঝে প্রদান করা হয় উৎসাহমূলক ক্রেস্ট৷  বর্ষপূর্তির কেক কাটা ও র‍্যাফেল ড্র এর মাধ্যমে সমাপ্ত হয় বর্নাঢ্য এই আয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ