লেখক উপবান বড়ুয়া
চকবাজার বনানী
আগুনে অঙ্গার,
ভস্ম শত সত্ত্বা
ধন জন সম্ভার।
বুকফাটা আবেদন
গগন ফাটা চিৎকার,
নৃশংস প্রাণহানি
চলো জানাই ধিক্কার।
সর্বহারা নববধূ
পুত্রশোকে জননী,
অচেতন পোড়া শব
খুঁজে ফেরে রমনী।
ঘুটে পোড়া কয়লা
বহুতল আগার,
পোড়া লাশ সারি
সারি
ভয়ংকর ভাগাড়।
প্রাণঘাতি অগ্নি শিখা
বিষাক্ত ধুম,
কেড়ে নিল কোটি
কোটি
মানুষের ঘুম।
চাইনা আর অভিশাপ
চাইনা আর লাশ,
সুন্দর এক জীবন চাই
সুখের বসবাস।
0 মন্তব্যসমূহ