বাঁশখালীর দুই কৃতি সন্তান ফয়সাল ও আফসানা ডাকসু নির্বাচনে বিজয়ী

মোহাম্মদ এরশাদঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে স্যার এ এফ রহমান হলে পাঠকক্ষ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত এবং সম্মিলিত শিক্ষার্থী সংসদ মনোনীত বাঁশখালীর সরল ইউনিয়নের কৃতি সন্তান সংস্কৃত বিভাগের শিক্ষার্থী ও হল ছাত্রলীগের যু্গ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ। আর শামসুন্নাহার হলে স্বতন্ত্র প্রার্থী সাধারণ সম্পাদক পদে (জিএস) পদে বিজয়ী হয়েছেন কাথরিয়ার ইউনিয়নের মাষ্টার আহমদ ছফার সর্ব কনিষ্ঠ মেয়ে আফসানা ছপা। তিনি বিগত দিনে কোটা আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।তিনি কোটা সংস্কার আন্দোলনের সময় ও বিভিন্ন নারী নির্যাতনবিরোধী আন্দোলনে সামনে ছিলেন। বাঁশখালীর কৃতিমুখ আফসানা ঢাবির বাণিজ্য বিভাগের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থী। শুরু থেকেই তিনি বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি জনপ্রিয় রক্তদাতা সংগঠন “বাঁধন” হল ইউনিটের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং একজন নিয়মিত ব্লাড ডোনার হিসাবে সকল মহলে কাছে পরিচিত মুখ। আলোকিত শিশু” এর ক্যাম্পাস ব্র্যান্ড অ্যাম্বাসেডর।  বানিজ্য অনুষদকেন্দ্রিক প্লাটফর্ম “পোডিয়াম” এর একজন সাবেক ক্যাটালিস্ট। এছাড়াও হল ইউনিটের একজন রেঞ্জার তিনি।  আর বাঁশখালীর সন্তান হিসাবে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজ নিজ পদে জয় লাভ করার খবর শুনার পর থেকে বাঁশখালীর বিভিন্ন এলাকায় রাজনীতিক ও সাধারণ মানুষ সহ এক সাথে আনন্দ উল্লাস প্রকাশ করে, তাদের দুই জনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ডাকসু নির্বাচনে বাঁশখালীর মোট দুজন বিজয়ী হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ