কবির কল্লোল
রক্তজবা ফুটেছে রাজপথে
কংকিরিটে, পিচের শাখায় শাখায়
ফুটেছে বাঁ পকেটে শ্বেত শার্টের
দ্বাদশ শ্রেণীর পাজামা ওড়নাতে
রক্তজবা লেপ্টে চাকার দাঁতে
নর্দমাতেও পাপড়ি থোকা থোকা
জলকামানে ধুচ্ছে কারা বুকের
ঘেঁষটে থাকা থ্যাঁতলানো লাল রেণু
রক্তজবা ফুটছে ট্রাকের শিঙে
দড়িছেঁড়া ষাঁড়ের মতো যানে
অথচ তার ফোটার কথা ছিল
ক্লিপের বোঁটায় রাইকিশোরীর কানে
0 মন্তব্যসমূহ