চন্দনাইশ উপজেলা সদরের হাজীরপাড়া এলাকায় হাজী নুরুল ইসলামের বাড়িতে গত রোববার দিবাগত রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রাত সাড়ে ১২টার দিকে রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস চন্দনাইশ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় রক্ষা পায় আশেপাশের আরো বেশ কয়েকটি বসতবাড়ি।
আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ির মালিকরা হলেন- মমতাজ মিয়া, আবদুল মান্নান, আবদুস ছবুর, দিদারুল আলম, ছেনুয়ারা বেগম, মোহাম্মদ সাহাবুদ্দিন, নাজিম উদ্দীন, জামাল উদ্দীন, ফজল হক, মোহাম্মদ হোসেন, আলী আহমদ, আবদুল মালেক ও বেলাল উদ্দীন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্ত্তী।
/আজাদী!
আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ির মালিকরা হলেন- মমতাজ মিয়া, আবদুল মান্নান, আবদুস ছবুর, দিদারুল আলম, ছেনুয়ারা বেগম, মোহাম্মদ সাহাবুদ্দিন, নাজিম উদ্দীন, জামাল উদ্দীন, ফজল হক, মোহাম্মদ হোসেন, আলী আহমদ, আবদুল মালেক ও বেলাল উদ্দীন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্ত্তী।
/আজাদী!
0 মন্তব্যসমূহ