নাপোড়া সেখেরখীল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

দিগন্ত দেব:
প্রতিবছরের ন্যায় এই বছরও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাপোড়া সেখেরখীল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮.০০টা থেকে নানা ধরনণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের শুরুতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী।
এর পরপরই পবিত্র কোরান তেলোয়াত ও পবিত্র গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর  জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও শপথ বাক্য পাঠ করেন অত্র বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী বৃন্দ।
এরপর রেলী স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে মাষ্টার নজির আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজ হয়ে আবার স্কুল প্রাঙ্গনে এসে শেষ করে।অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শিক্ষকরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের মর্ম কথা উপস্থাপন করে এরং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম এবং অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী।সভাপতির বক্তৃতার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ