আমিনুল ইসলাম রনি
আজ মায়া মমতা ভালবাসা
বিবেক, বুদ্ধি, আাশা,
কেড়ে নিল সব ডিজিটাল যুগ
মোবাইল সর্বনাশা।
বাচাঁও,বাচাঁও চিৎকার করি
দেয়না কেউতো সাড়া,
ছবি তুলায় ব্যস্ত শহর
আগুন নিভাচ্ছে কারা,
গুটিয়েক ঐ মানবতার কর্মীরা।
সত্যি তো প্রমাণ হলো আবার
লর্ড ক্লাইভের বাণী,
জাতি হিসেবে মোরা
তামাশা দেখায়,হয়ে যায় দিশেহারা।
আর কত হাহাকার হবে
জ্বলবে আগুনে দেহ,
ছাই হয়ে সব নিঃস্ব
আর কত আর কত?
বজ্র কন্ঠে রুখে দাড়াও
আবার বাঙ্গালি মুছে দাও
সেই অবৈধ অন্যায় ভরা
যত কবিতা আর কাহিনী।
দেব না দেব না হতে দেব না
অপরিকল্পিত ভবন,
যেখানে সেখানো গড়তে
দেবোনা করতে কলখারখানা।
0 মন্তব্যসমূহ