ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচনের দাবিতে অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর ফের অনশনে ফিরে এসেছেন তিন শিক্ষার্থী। অসুস্থ চার জনের মধ্যে একজন এখনও হাসপাতালে রয়েছেন।
হাসপাতাল থেকে ফিরে আসা অনশনকারীরা হলেন- ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র জোটের নেতা শোয়েব মাহমুদ, সিইসির মাস্টার্সের শিক্ষার্থীর মিম আরাফাত মানব ও আইআর’র দ্বিতীয় বর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলাম। আর অসুস্থ দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিন্দ্য মন্ডল এখনও হাসপাতালে রয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ফিরে এসে অনশনস্থল টিএসসির রাজু ভাস্কর্যে অবস্থান নেন।
এদের মধ্যে শোয়েব মাহমুদ স্যালাইনসহ অনশন করছেন। এর আগে অনশনরত অবস্থায় অসুস্থ হলে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অনশনে থাকা বাকি শিক্ষার্থরা হলেন, সিইসি’র চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাওহীদ তানজিম, জার্নালিজম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিয়া তামান্না, পপুলেশন্স সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাইন উদ্দিন ও ভূ-ত্বত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল মাহমুদ তাহা।
/বাংলা ট্রিবিউন!
0 মন্তব্যসমূহ