এইচএসসির ফরম পূরণ করা যাবে ২০ মার্চ পর্যন্ত

বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তপন কুমার সরকার মঙ্গলবার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৯ সালের এইচএসসি ও ডিআইবিএস পরীক্ষার ফরম পূরণের সময় ১৪ থেকে ২০ মার্চ ২০১৯ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে ১০০ টাকা বিলম্ব ফিসহ আবেদন ফরম পূরণ করা যাবে। এ ক্ষেত্রে সোনালী সেবার মাধ্যমে ফি সোনালী ব্যাংকে জমা দিতে হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র আগামী ২১ মার্চ শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে প্রবেশপত্র যাচাই করে কোনো ধরনের ত্রুটি হলে আগামী ২৭ মার্চের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চ মাধ্যমিক) কাছে নির্ধারিত ছকে আবেদন করে সংশোধন করে নিতে হবে। অন্যথায় পরীক্ষায় কোনো ধরনের জটিলতার সৃষ্টি হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণই দায়ী থাকবেন বলে জানানো হয়।
/সমকাল/ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ