মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চার নাম্বার বাহছড়া ইউনিয়ন স্থ বশির উল্লাহ মিয়াজির বাজারের ব্রীজের দৈন্যদশার কারণে বাহছড়া ইউনিয়নের ১৩ গ্রামের মানুষের এবং গুরুত্বপুর্ন ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান উপকুলীয় ডিগ্রী কলেজ,বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়,পূর্ব বাহাররচরা সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাঁশখালী আর্দশ শিশু নিকেতন, আইশা খাতুন শিশু নিকেতন, বাহারচরা সোলতানিয়া এমদাদুল উলুম মাদ্রাসার ছাত্র ছাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হলেও স্থানীয় প্রশাসনের কোন ভ্রুক্ষেপ অাছে বলে মনে হয়না। ইউনিয়নের ইলশা গ্রামের পশ্চিমে এবং বাহছড়া গ্রামের মাঝা মাঝি বশির উল্লাহ মিয়াজির বাজারের একটু পশ্চিমে খালের উপর ৯০ ফুট
নির্মিত হয়েছে ২০১৬ সালে। মুলত এই ব্রীজটি
নির্মানের মাধ্যমে বাহছড়া ইউনিয়নের, শরল, খানখানাবাদ, ডোংরা, ইলশা, ছাপাচড়ি ইউনিয়নের মানুষদের মধ্যে যেমন সেতুবন্ধন তৈরী হয়েছিল। তেমনি ইউনিয়নের উল্লেখিত ১৩ গ্রামের মানুষদের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন কাজে চট্টগ্রাম শহর ও বাঁশখালী উপজেলা সদরের সাথে যোগাযোগ সহজতর হয়েছিল। তাছাড়া ইউনিয়নের উপকুলীয় ডিগ্রী কলেজ,বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়,পূর্ব বাহাররচরা সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাঁশখালী আর্দশ শিশু নিকেতন, আইশা খাতুন শিশু নিকেতন, বাহারচরা সোলতানিয়া এমদাদুল উলুম মাদ্রাসার শত শত ছাত্র ছাত্রী প্রতিদিন এই ব্রীজ দিয়ে যাতায়াত করে থাকে, যেখানে ছোট ছোট কোমলমতি শিশুরাও রয়েছে।বশির উল্লাহ মিয়াজির বাজারের খালের উপর নির্মিত এই ব্রীজটির উপর দিয়ে দিনরাত অনবরত সিএনজি, বাইক, অটোরিক্সা, মিনিট্রাক, পিকঅাপ চলাচল করে থাকে। কিন্তু সময়ের বিবর্তনে ব্রীজটির মাঝখানে বড় অংশ ভেঙ্গে পড়ায় জনসাধারন ও গাড়ি চলাচলে মারাত্বক বিঘ্ন সৃষ্ঠি হওয়ার পাশাপাশি শংকা দেখা দিয়েছে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার। এমনকি দ্রুততম সময়ের মধ্যে ব্রীজটি মেরামত করা না হলে মৃত্যফাঁদসম ব্রীজে চলাচলরত জনসাধারনের মৃত্যুর কারনও হতে পারে। এ ব্যাপারে স্থানীয় জনসাধারণ ও বাঁশখালী বঙ্গবন্ধু উপকুলীয় সংগ্রাম পরিষদের সভাপতি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তি গন "রা জানায় উক্ত ব্রীজটি ২০১৬ সালে ২৬ লক্ষ টাকায় নির্মিত হয়
এই ব্রীজ, কিন্তু সেই কাজটি নিন্ম মানের হওয়ার কারনে এই অবস্থা,কম হলে ৭০ হাজার মানুষের যাতায়াত করে নিয়মিত ব্রীজটির উপর দিয়ে। এমনতো
অবস্থায় স্থতানিয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাঁশখালী আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত
সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী
মহোদয় ও বাঁশখালী প্রশাসনের সু- দৃষ্ঠি কামনা করেছে।
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চার নাম্বার বাহছড়া ইউনিয়ন স্থ বশির উল্লাহ মিয়াজির বাজারের ব্রীজের দৈন্যদশার কারণে বাহছড়া ইউনিয়নের ১৩ গ্রামের মানুষের এবং গুরুত্বপুর্ন ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান উপকুলীয় ডিগ্রী কলেজ,বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়,পূর্ব বাহাররচরা সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাঁশখালী আর্দশ শিশু নিকেতন, আইশা খাতুন শিশু নিকেতন, বাহারচরা সোলতানিয়া এমদাদুল উলুম মাদ্রাসার ছাত্র ছাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হলেও স্থানীয় প্রশাসনের কোন ভ্রুক্ষেপ অাছে বলে মনে হয়না। ইউনিয়নের ইলশা গ্রামের পশ্চিমে এবং বাহছড়া গ্রামের মাঝা মাঝি বশির উল্লাহ মিয়াজির বাজারের একটু পশ্চিমে খালের উপর ৯০ ফুট
নির্মিত হয়েছে ২০১৬ সালে। মুলত এই ব্রীজটি
নির্মানের মাধ্যমে বাহছড়া ইউনিয়নের, শরল, খানখানাবাদ, ডোংরা, ইলশা, ছাপাচড়ি ইউনিয়নের মানুষদের মধ্যে যেমন সেতুবন্ধন তৈরী হয়েছিল। তেমনি ইউনিয়নের উল্লেখিত ১৩ গ্রামের মানুষদের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন কাজে চট্টগ্রাম শহর ও বাঁশখালী উপজেলা সদরের সাথে যোগাযোগ সহজতর হয়েছিল। তাছাড়া ইউনিয়নের উপকুলীয় ডিগ্রী কলেজ,বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়,পূর্ব বাহাররচরা সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাঁশখালী আর্দশ শিশু নিকেতন, আইশা খাতুন শিশু নিকেতন, বাহারচরা সোলতানিয়া এমদাদুল উলুম মাদ্রাসার শত শত ছাত্র ছাত্রী প্রতিদিন এই ব্রীজ দিয়ে যাতায়াত করে থাকে, যেখানে ছোট ছোট কোমলমতি শিশুরাও রয়েছে।বশির উল্লাহ মিয়াজির বাজারের খালের উপর নির্মিত এই ব্রীজটির উপর দিয়ে দিনরাত অনবরত সিএনজি, বাইক, অটোরিক্সা, মিনিট্রাক, পিকঅাপ চলাচল করে থাকে। কিন্তু সময়ের বিবর্তনে ব্রীজটির মাঝখানে বড় অংশ ভেঙ্গে পড়ায় জনসাধারন ও গাড়ি চলাচলে মারাত্বক বিঘ্ন সৃষ্ঠি হওয়ার পাশাপাশি শংকা দেখা দিয়েছে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার। এমনকি দ্রুততম সময়ের মধ্যে ব্রীজটি মেরামত করা না হলে মৃত্যফাঁদসম ব্রীজে চলাচলরত জনসাধারনের মৃত্যুর কারনও হতে পারে। এ ব্যাপারে স্থানীয় জনসাধারণ ও বাঁশখালী বঙ্গবন্ধু উপকুলীয় সংগ্রাম পরিষদের সভাপতি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তি গন "রা জানায় উক্ত ব্রীজটি ২০১৬ সালে ২৬ লক্ষ টাকায় নির্মিত হয়
এই ব্রীজ, কিন্তু সেই কাজটি নিন্ম মানের হওয়ার কারনে এই অবস্থা,কম হলে ৭০ হাজার মানুষের যাতায়াত করে নিয়মিত ব্রীজটির উপর দিয়ে। এমনতো
অবস্থায় স্থতানিয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাঁশখালী আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত
সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী
মহোদয় ও বাঁশখালী প্রশাসনের সু- দৃষ্ঠি কামনা করেছে।
0 মন্তব্যসমূহ